Advertisement
Advertisement

কবিতা নিয়ে বিতর্ক, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হল এফআইআর

বিতর্কের কেন্দ্রবিন্দুতে শ্রীজাতর এই ‘অভিশাপ’৷

FIR lodged against Bengali poet Srijato
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 21, 2017 3:15 am
  • Updated:January 3, 2020 3:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা ভাষার আধুনিকযুগের কবিদের মধ্যে অন্যতম তিনি৷ লেখার পাশাপাশি সম্প্রতি সিনেমার পর্দাতেও দেখা দিয়েছেন অভিনেতা হিসেবে৷ এসবের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায়৷ প্রায়শই সাম্প্রতিক সমাজের কথা উঠে আসে তাঁর লেখার মধ্যে৷ এমনই এক লেখার জন্য এবার এফআইআর দায়ের হল লেখক তথা কবির বিরুদ্ধে৷

[জানেন, কী কী থাকে করণ জোহরের ‘কফি হ্যাম্পার’-এ?]

Advertisement

পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এই অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযোগ জানিয়েছেন অর্ণব সরকার নামে এক ব্যক্তি৷ জানা গিয়েছে, হিন্দু সংহতি নামে এক অরাজনৈতিক সংগঠনের সদস্য তিনি৷ এফআইআর মূলত দায়ের করা হয়েছে ১৯ মার্চ শ্রীজাতর পোস্ট করা ‘অভিশাপ’ নামে এই কবিতাটির জন্য৷

Advertisement

অভিযোগ, এই কবিতার মাধ্যমে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছেন লেখক৷ একইসঙ্গে ধর্মীয় ভাবাবেগ ও রীতিনীতিতে আঘাত হানার অভিযোগ জানানো হয়েছে সাইবার ক্রাইম শাখায়৷ ঘটনায় কবি তথা লেখকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷

[বড় একা লাগে! এবার ভাড়ায় মিলছে নাতি-নাতনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ