Advertisement
Advertisement

Breaking News

চিৎপুর লকগেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রায় ভস্মীভূত কাপড়ের গুদাম

ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর দমকল৷

 Fire broke out at Chitpur Lock gate
Published by: Tanujit Das
  • Posted:March 2, 2019 9:14 am
  • Updated:March 2, 2019 9:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চিৎপুর লকগেট এলাকায়৷ শনিবার সকালে আগুন লাগে সেখানকার একটি কাপড়ের গুদামে৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৫টি ইঞ্জিন৷ প্রয়োজনে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা৷

[সরষের মধ্যেই ভূত! ২৫ লক্ষ টাকার জালিয়াতিতে এবার ধৃত ব্যাংককর্মী ]

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার সকাল ৮টা ১০ মিনিট নাগাদ ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা৷ সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে৷ এবং দমকল আসার অপেক্ষায় না থেকে প্রাথমিক স্তরে নিজেরাই আগুন নেভানোর কাজ শুরু করেন৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন৷ এরপর ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়৷ বর্তমানে কাজ করছে ১৫টি দমকল ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় এখনও আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা৷ কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং ওই এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভাতে অসুবিধা হচ্ছে বলে দমকল সূত্রে খবর৷

Advertisement

[বকেয়া মেটানোর আশ্বাস মুখ্যমন্ত্রীর, ধরনা প্রত্যাহার শিলিগুড়ির অশোকের]

সূত্রের খবর, আগুনের উৎস সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি৷ কীভাবে আগুন লাগল, তা নিয়েও ধন্দে রয়েছেন দমকল কর্মীরা৷ শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, তাঁদের অনুমান৷ জানা গিয়েছে, চিৎপুর লকগেট এলাকা ঘিঞ্জি হওয়ায় প্রথমে দমকলের প্রবেশ করতে অসুবিধা হচ্ছিল৷ সেকারণে প্রথমে বাধাপ্রাপ্ত হয় আগুন নেভানোর কাজ৷ কিন্তু পরে স্থানীয়দের সাহায্যে, কাজ অনেকটা সহজ হয়৷ পকেট ফায়ার থাকায়, এখনও আগুন নেভানোর কাজ চলছে বলে সূত্রের খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ