পার্ক সার্কাস স্টেশন চত্বরে ভয়াবহ আগুন। নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার পার্ক সার্কাস স্টেশন লাগোয়া কেকের কারখানায় আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। কিন্তু এলাকা ঘিঞ্জি ও গলি সরু হওয়ায় একাধিক ইঞ্জিন কারখানার কাছে পৌঁছতে পারেনি। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সোমবার দুপুরে পার্ক সার্কাস সংলগ্ন এলাকার এক কেক কারখানায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শুধু কেকের কারখানা নয়, ওই বাড়িতে রয়েছে চামড়া ও তামা জিনিসপত্র তৈরির কারখানাও। রয়েছে গোডাউনও। মজুত রয়েছে দাহ্য পদার্থ। আর তাই দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। জানা গিয়েছে, গত ২ ঘণ্টা ধরে আগুন জ্বলছে।
ইতিমধ্যে পার্ক সার্কাস স্টেশন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। স্টেশনেও আগুন ছড়াচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিয়ালদহের দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ প্রসঙ্গে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, “কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। অবৈধ কারখানা ছিল কি না, অগ্নিনির্বাপণের উপযুক্ত ব্যবস্থা ছিল কি না তা স্পষ্ট নয়।আটটি ইঞ্জিন পাঠানো হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণ আসবে।” তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.