Advertisement
Advertisement
Salt Lake

ফের শহরে অগ্নিকাণ্ড, সল্টলেকের সিটি সেন্টারের কাছে রেস্তরাঁয় আগুন

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন, পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু।

Fire engulfs a resturant near City Centre 1, Salt Lake
Published by: Sucheta Sengupta
  • Posted:July 13, 2024 6:30 pm
  • Updated:July 13, 2024 7:01 pm

বিধান নস্কর, দমদম: ফের সপ্তাহান্তে শহরে অগ্নিকাণ্ড। এবারের ঘটনাস্থল সল্টলেক (Salt Lake)। সিটি সেন্টার ১-এর অদূরে একটি রেস্তরাঁয় আগুন লাগে শনিবার বিকেলে। গলগল করে কালো ধোঁয়া দেখে সিটি সেন্টারের কর্মীরা প্রথম আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পাঠানো হয় দমকল বিভাগে। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে অবশ্য অনেক কিছুই পুড়ে গিয়েছে। যদিও কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে দাবি। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু।

সিটি সেন্টার ১ (City Centre 1) ঘিরে প্রচুর দোকান রয়েছে। শনিবার বিকেলে তেমনই একটি দোকানে আচমকা আগুন (Fire) লেগে যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, সিটি সেন্টার থেকেই প্রথম আগুন চোখে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁরা ব্যবস্থা নেন। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় বড়সড় বিপদ হতে পারত। কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের মত, খাবার তৈরির সময়ে রেস্তরাঁয় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়েছে। রেস্তরাঁটি পুরোপুরি ভস্মীভূত (Burnt) হয়ে গিয়েছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: মানিকতলা তৃণমূলের দখলেই, বিপুল ভোটে জয়ী সাধনজায়া সুপ্তি]

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তাঁর অভিযোগ, এসব জায়গায় দমকল বিভাগের নিয়মকানুন লঙ্ঘন করে বেআইনি ব্যবসা করছেন। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা বলে মনে করছেন দমকল মন্ত্রী। তদন্তে আগুনের প্রকৃত কারণ জানা যাবে। সেক্ষেত্রে কোনও অনিয়মের প্রমাণ মিলল আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুজিত বসু। 

[আরও পড়ুন: ‘বিয়ে শেষ, এবার ঘুমিয়ে পড়ুন!’ দেশ ছাড়ার আগে বিশেষ বার্তা প্রিয়াঙ্কার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement