সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ মার্কেটে আমিনিয়ার কাছে একটি ফাস্ট ফুডের আউটলেটে আগুন লেগে আতঙ্ক ছড়াল বৃহস্পতিবার। রান্নার কাজে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে অনুমান দমকলকর্মীদের। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় ও স্থানীয়দের সাহায্যে আগুন এখন খানিকটা নিয়ন্ত্রণে। পরপর সিলিন্ডার ফেটেই আগুন লাগে বলে অনুমান। পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি রেস্তরাঁয় আগুন লাগায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে কী হতে পারত, ভেবেই আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। ভয়াবহ চেহারা ধারণ করার আগেই ওই আগুন নিভিয়ে ফেলা গিয়েছে বলে দাবি দমকলের।
[ট্রেনে অতিরিক্ত মহিলা কামরার প্রতিবাদে পুরুষ যাত্রীরা, রণক্ষেত্র ক্যানিং শাখা]
দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন লাগে মূলত আমিনিয়া রেস্তরাঁর পাশে একটি রোলের দোকানে। সেটি একটি হোটেলের টেক অ্যাওয়ে কাউন্টার। দোকানটি সম্ভবত বেআইনি ছিল বলে অনুমান। ছিল না যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা। আগুন লেগেছে দেখেই স্থানীয়রা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। একইসঙ্গে শুরু হয় প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ। দমকলকর্মীরা জানিয়েছেন, ঠিক সময়ে খবর পাওয়ায় ও স্থানীয়দের তৎপরতাতেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে যে হোটেল লাগোয়া ওই রেস্তরাঁ, তার কর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। হোটেলে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল, সেটিও বহুদিনের পুরনো ও অকেজো বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে দমকলের অফিস খুব একটা দূরে নয়, তাই আগুন নিয়ন্ত্রণে আনা গেল। যদি দমকলের পৌঁছতে দেরি হত ও ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারত বলে আশঙ্কা।
দেখুন ভিডিও: