Advertisement
Advertisement
Narkeldanga

নারকেলডাঙা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু ঝুপড়ি, ১৬টি ইঞ্জিন-সহ ঘটনাস্থলে দমকল

রাস্তার পাশে থাকা একটি ট্রাক ও পিকআপ ভ্যানেও আগুন ধরে যায়।

fire in Narkeldanga slum area

নারকেলডাঙা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড।

Published by: Amit Kumar Das
  • Posted:February 8, 2025 11:57 pm
  • Updated:February 12, 2025 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড নারকেলডাঙা বস্তিতে। আগুনের কবলে পুড়ে ছাই অন্তত ৩০টি ঝুপড়ি। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৬টি ইঞ্জিন। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা যাচ্ছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অত্যন্ত ঘনজনবসতিপূর্ণ অঞ্চল এই নারকেলডাঙা বস্তি। শনিবার রাত ১০টা নাগাদ হঠাৎ আগুন লাগে খালপাড়ের ধারে ওই বস্তিতে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। কিছুক্ষণের মধ্যেই ৩০টির বেশি বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের প্রকোপ এতটাই বেশি ছিল যে রাস্তার পাশে থাকা একটি ট্রাক ও পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ১৬ টি ইঞ্জিন। নতুন করে আশেপাশের বাড়িগুলিতে যাতে আগুন না লাগে তার জন্য তৎপর হন দমকল কর্মীরা। পাশাপাশি আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।

Advertisement

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বস্তির বেশিরভাগ ঝুপড়িতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয় আগুন। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। স্থানীয়দের দাবি, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বাসিন্দারা নিরাপদেই বেরিয়ে আসতে পেরেছেন। তবে ২০০টির বেশি ঝুপড়ি ছিল এই বস্তিতে। বাসিন্দাদের দাবি অনুযায়ী, ৫০ টির বেশি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রাণে বাঁচলেও আগুনের গ্রাসে কার্যত সবকিছু খুইয়েছেন এলাকার বাসিন্দারা। শেষ পাওয়া খবরে, দুই ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই জানা যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement