Advertisement
Advertisement

Breaking News

প্রয়াত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর

কলকাতা হাই কোর্টের বিচারপতির আসন অলংকৃত করেছিলেন তিনি।

Former Chief Justice of India Altamas Kabir passes away in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 19, 2017 7:21 am
  • Updated:February 19, 2017 1:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর। রবিবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে ৬৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। গত ৮ ফেব্রুয়ারি থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৯৪৮ সালে অধুনা বাংলাদেশের ফরিদপুরে বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুপ্রিম কোর্টের এই ৩৯তম প্রধান বিচারপতি। তাঁর বাবা জাহাঙ্গীর কবীর ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের প্রথম কংগ্রেস সরকারের আমলে বিধানচন্দ্র রায় এবং পরে প্রফুল্লচন্দ্র সেনের মন্ত্রিসভার সদস্য ছিলেন জাহাঙ্গীর কবীর। আলতামাসের কাকা হুমায়ুন কবীর জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভার সদস্য ছিলেন।

(প্রয়াত সংগীতশিল্পী বনশ্রী সেনগুপ্ত)

১৯৯০ সাল থেকে ২০০৫ পর্যন্ত আলতামাস কবীর কলকাতা হাই কোর্টের বিচারপতির পদ সামলেছিলেন। তারপর সেই বছরই ঝাড়খণ্ড হাই কোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি পদে বসেন তিনি। কয়েক মাস পর তিনি দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ৩৯তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেন কবীর। ২০১৩ সালের ১৮ জুলাই তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসরগ্রহণ করেন। তাঁর মৃত্যুর খবরে আইনজীবী মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement

(সেন্সর বোর্ডের আপত্তিতে আটকে গেল দুই বাংলার ‘ডুব’)

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ