কৃষ্ণকুমার দাস: শুক্রবার রাত ১০টা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আপাতত তিন দিন বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজ। ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে কোনও রকমের গাড়ি চলাচল করবে না বলে পুলিশ জানিয়েছে।
মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর দক্ষিণের ব্যস্ততম রুটে থাকা শহরের অন্যতম প্রাচীন এই ব্রিজের ভারবহন ক্ষমতাও পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার সময় গাড়ি চলবে অন্য একাধিক রুট দিয়ে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে খবর, গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে অটো চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্ক (সেকেন্ড লেন) দিয়ে। ছোট গাড়ি গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে যাতায়াত করবে। ঢাকুরিয়া ব্রিজ দিয়ে বাস চলাচলেও রুট পরিবর্তন করেছে ট্রাফিক পুলিশ। এস১০৬, এস১০১, এস১১০, এস১০৪, ১৭বি, ২৪০, ৪৫, ২১৮, কেবি ১৭, ২৩৪, এস ৯এ, ২৩৩-সহ বিভিন্ন রুটের বাস গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, এসপি মুখার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর হয়ে চলাচল করবে। গড়িয়াহাট, বিজন সেতু, রুবি এবং ইএম বাইপাস হয়ে বাস যাতায়াত করবে বলে পুলিশ জানিয়েছে।
যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, সন্তোষপুর, ইএম বাইপাসের সঙ্গে গোলপার্ক, গড়িয়াহাট, ধর্মতলা এবং হাওড়া-শিয়ালদহের মধ্যে যাতায়াতের জন্যে বহু মানুষ ঢাকুরিয়ার এই ব্রিজ ব্যবহার করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.