Advertisement
Advertisement
Garfa Woman Death

গড়ফায় বন্ধুর ফ্ল্যাটে রহস্যমৃত্যু তরুণীর! অসুস্থতায় প্রাণহানি নাকি অন্য কিছু?

বন্ধুর ফ্ল্যাটে রহস্যমৃত্যু তরুণীর। পার্টির পরই ফ্ল্যাটের সিঁড়িতে পড়ে যান। আর তার পরই মৃত্যু বলেই দাবি। শারীরিক অসুস্থতায় মৃত্যু নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। ২/৭ শহিদ নগর এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ।

Garfa Woman Death: A Woman's body recovers from a flat

প্রতীকী ছবি।

Published by: Sayani Sen
  • Posted:November 2, 2024 12:16 pm
  • Updated:November 2, 2024 1:00 pm  

অর্ণব আইচ: বন্ধুর ফ্ল্যাটে রহস্যমৃত্যু তরুণীর। পার্টির পরই ফ্ল্যাটের সিঁড়িতে পড়ে যান। আর তার পরই মৃত্যু বলেই দাবি। শারীরিক অসুস্থতায় মৃত্যু নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। ২/৭ শহিদ নগর এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ।

নিহত বছর ছত্রিশের মধুরিমা রায়। বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধেয় বন্ধুর বাড়িতে পার্টি ছিল। ওই পার্টিতেই যোগ দিয়েছিলেন তরুণী। সঙ্গে পার্টিতে যান তরুণীর বোনও। জানা গিয়েছে, পার্টিতে আকণ্ঠ মদ্যপান করেছিলেন তরুণী। রাত ১২টা নাগাদ বাড়ি ফেরার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন তিনি। সেই সময় আচমকাই বেসামাল হয়ে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে তাতে বিশেষ লাভ হয়নি। চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে জানান।

Advertisement

এই ঘটনা জানাজানি হওয়ায় গড়ফা থানার পুলিশ ওই তরুণী দেহ ময়নাতদন্তে পাঠায়। যে ফ্ল্যাটের সিঁড়িতে পড়ে গিয়েছিলেন তরুণী, সেখানেও যায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায়শয়ই নাকি ওই ফ্ল্যাটে আসা যাওয়া ছিল তরুণীর। পার্টি করে বন্ধুর সঙ্গে নিত্যদিন মদ্যপানও করতেন তিনি। নিত্যদিন মদ্যপানের জেরে শারীরিক অসুস্থতায় প্রাণহানি নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তরুণীর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement