সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশফুলের দেখা মিলুক বা না মিলুক বাঙালির ঘর-দুয়ারে শারদীয়া রোদ্দুর। যত ব্যস্ততাই থাকুক, আর যেখানেই থাকুক না কেন, এই কটাদিন বাঙালি নিজস্ব মেজাজে। পুজো আসছে আসছে- এই অনুভব মাসখানেক আগে থেকেই পেয়ে বসে। আর সেই ফিল ফিরিয়ে দিতে পুরোদমে তৈরি সংবাদ প্রতিদিন ডিজিটাল। দেশে বা বিদেশে, এমনকী কাজের ব্যস্ততার মধ্যেও গোটা রাজ্যের হাল-হকিকত আপনি জেনে নিতে পারবেন এক ক্লিকেই।
তা সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর এই পুজো পরিক্রমায় কী কী থাকবে?
শহরের বাছাই করা মোট ২৪টি পুজোর ডিজিটাল পার্টনার সংবাদ প্রতিদিন ডিজিটাল। এক নজরে দেখে নেওয়া যাক সেই পুজোর তালিকা-
১) টালা বারোয়ারি
২) দমদম পার্ক তরুণ সংঘ
৩) দমদম পার্ক ভারত চক্র
৪) দমদম তরুণ দল
৫) উল্টোডাঙা পল্লিশ্রী
৬) গৌরিবেড়িয়া সার্বজনীন
৭) হাতিবাগান নবীন পল্লি
৮) নলিন সরকার স্ট্রিট
৯) হাতিবাগান সার্বজনীন
১০) কাশী বোস লেন সার্বজনীন
১১) ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি
১২) রাজডাঙা নব উদয় সংঘ
১৩) সেলিমপুর পল্লি
১৪) সন্তোষপুর ত্রিকোণ পার্ক
১৫) ভবানীপুর অবসর সার্বজনীন
১৬) বাদামতলা আষাঢ় সংঘ
১৭) ৬৬ পল্লি
১৮) চেতলা অগ্রণি
১৯) অজেয় সংহতি
২০) বেহালা নূতন সংঘ
২১) বেহালা নূতন দল
২২) বড়িশা ক্লাব
২৩) এসবি পার্ক সার্বজনীন
২৪) বড়িশা যুবক বৃন্দ
এই সব পুজোর প্রস্তুতি থেকে পুজোর দিনের প্রতি মুহূর্তের খবর তে থাকছেই। সেই সঙ্গে Facebook LIVE-এ পুজোর প্রস্তুতি থেকে পুজোর দিনের চমক- সব কিছুরই সাক্ষী থাকতে পারবেন আপনি।
তাহলে এখানেই কি শেষ? মোটেও না। শহরের প্রায় সব পুজোরই খবর থাকবে আমাদের পুজো বিভাগে। কোথায় কোন শিল্পী তৈরি হচ্ছেন থিম-আঙ্গিক-ভাবনায় চমকে দিতে তৈরি, তার আগাম সন্ধান থাকবে এখানেই। ছবি ও ভিডিওতে ধরা থাকবে পুজো প্রস্তুতি থেকে পুজোর সমস্ত মুহূর্ত। এই বিভাগে ঢুঁ মারলেই যে কোনও সময় আপনি তা দেখে নিতে পারবেন। জেলার বিভিন্ন প্রান্তের পুজো, চমক জাগানো থিমের সমস্ত খবরাখবরও থাকবে এই বিভাগে।বলা যায় গোটা রাজ্যের পুজোর বৈচিত্র আপনি জেনে নিতে পারবেন এই বিভাগে চোখ রেখেই।