নব্যেন্দু হাজরা: ফের কলকাতা মেট্রোয় যুবতীকে হেনস্তার অভিযোগ৷ মহিলা যাত্রীর উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করার অভিযোগ ইতিমধ্যেই এক জনকে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগবন্ধু সেনাপতি নামের এক ব্যক্তি উত্তমকুমার স্টেশনে বছর ২১-এর তরুণীকে লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করেন৷ জগবন্ধুর অশালীন ইঙ্গিত দেখেও প্রথমে বিষয়টি এড়িয়ে যান ওই যুবতী৷ কিন্তু, বিষয়টি মাত্রা ছাড়াতে শুরু করলে রুখে দাঁড়ান ওই যুবতী৷ মেট্রো থেকে বেরিয়ে ময়দান থানায় অভিযোগ দায়ের করেন তিনি৷ যুবতীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ৷ অভিযোগ, রবিবার ছুটির দিনে জগবন্ধু সেনাপতি চলন্ত মেট্রোয় তরুণীর শরীর ছোঁয়ার চেষ্টা করে অশালীন ইঙ্গিত করে৷ পরে মেট্রো থেকে নামার পরেও ওই যুবতীকে অনুসরণ করে ওই ব্যক্তি৷ পরে পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী৷
[ তৃণমূল প্রাণনাশের হুমকি দেয়নি, সাংবাদিক সম্মেলনে সাফ কথা নির্বাচন কমিশনারের ]
গত সপ্তাহেই দমদম মেট্রো স্টেশনে যুবক-যুবতীকে হেনস্তার ঘটনা তোলপাড় ফেলে দেয় শহর কলকাতায়৷ মেট্রোয় যুগলকে মারধরের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে উদ্বেল হয় শহর৷ মেট্রো ইস্যুকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত হয়ে যায় কলকাতা৷ ঝড় উঠতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়৷ যুগল হেনস্তায় মামলাও রুজু করে পুলিশ। নিগৃহীত তরুণ-তরুণী সামনে না এলেও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে সিঁথি থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর ভারতীয় দণ্ডবিধি ৩২৩,৩৪১ এবং ৫০৬ ধারায় মামলা শুরু করেছে পুলিশ৷ ইতিমধ্যেই ঘটনার দায় নিয়ে বিবৃতি দিতে বাধ্য হয় মেট্রো রেল কর্তৃপক্ষ৷ মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তা ও অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ কিন্তু, এত সব ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর চলন্ত মেট্রোয় কীভাবে হেনস্তার শিকার হলেন ওই যুবতী? কেন যুবতীর পাশে দাঁড়ালেন না তাঁর সহযাত্রীরা? ছুটি দিনে ফাঁকা মেট্রো কি কোনওভাবেই নিরাপদ নয় শহরের মহিলারা? যাত্রী স্বাচ্ছন্দ্য তো সার, নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা কি এখনও নিশ্চিত করতে পারবে না মেট্রো রেল কর্তৃপক্ষ? এমনই অসংখ্য প্রশ্ন তুলছেন শহরের কয়েক হাজার মহিলা যাত্রী৷
[ দূষণে রাশ টানতে শহরের পথে এবার ছুটবে ই-বাস ]