BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

শিল্পের জমি ফেলে রাখলে ফিরিয়ে নেবে রাজ্য, আইন সংশোধনে ছাড়পত্র মন্ত্রিসভার

Published by: Subhajit Mandal |    Posted: January 11, 2023 4:58 pm|    Updated: January 11, 2023 4:58 pm

Govt will take over industrial land if not used, decision taken by Cabinet | Sangbad Pratidin

গৌতম ব্রহ্ম: রাজ্যে শিল্পদ্যোগ বাড়াতে নয়া সিদ্ধান্ত মন্ত্রিসভার (State Cabinet)। এবার থেকে শিল্পের জন্য জমি নিয়ে সেই জমি দীর্ঘদিন ফেলে রাখা যাবে না। দীর্ঘদিন জমি ফেলে রাখলে সেটা রাজ্য সরকার ফিরিয়ে নেবে। এ সংক্রান্ত আইন সংশোধনে ছাড়পত্র দিয়ে দিল রাজ্য মন্ত্রিসভা।

রাজ্যের শিল্পক্ষেত্রে জোয়ার আনতে প্রতিনিয়ত কোনও না কোনও পদক্ষেপ করছে সরকার। সেই লক্ষ্যেই এদিন মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত, যদি কোনও সংস্থা বা শিল্পোদ্যোগী শিল্পের নামে কম দামে জমি নিয়ে সেই জমি ফেলে রাখে, তাহলে লিজের শর্ত লঙ্ঘনের অভিযোগে সেই জমি ফিরিয়ে নেওয়া হবে। মন্ত্রিসভা এদিন সেই আইন আনায় ছাড়পত্র দিয়েছে।

[আরও পড়ুন: যোশিমঠের পর এবার আলিগড়! বহু বাড়িতে ফাটল ঘিরে বাড়ছে আতঙ্ক]

একই সঙ্গে যে সব সংস্থা বা শিল্পদ্যোগী ভাল কাজ করছে, তাঁদের ‘পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করেছে রাজ্য মন্ত্রিসভা। এদিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে সব শিল্পদ্যোগী ভাল কাজ করছেন, তাঁদের জমির লিজকে নিঃশর্ত দলিলে পরিণত করা হবে। কিছুদিন আগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই শিল্পদ্যোগীরা মুখ্যমন্ত্রীকে জানান, জমির লিজের বদলে নিঃশর্ত দলিল পেলে তাদের কাজ করতে সুবিধা হবে। সেদিনই মুখ্যমন্ত্রী শিল্পপতিদের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত দেন। সেইমতো বুধবার মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, শিল্পের জন্যে নেওয়া ৯৯ বছরের লিজ হোল্ড জমি এবার থেকে ফ্রি হোল্ড করে দেওয়া হবে। অর্থাৎ যারা ৯৯ বছরের জন্য জমি লিজ পেয়েছিলেন তাঁরা নিঃশর্ত দলিল পেয়ে যাবেন। আর যারা ৩০ বছরের জন্য জমির লিজ পেয়েছিলেন, তাঁরা ৯৯ বছরের জন্য লিজ পাবেন। এদিন এই সংক্রান্ত আইন সংশোধনেরও প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

[আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল ভারতীয় সেনার গাড়ি, মৃত্যু আধিকারিক-সহ তিন জওয়ান]

এদিকে একই সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সিদ্ধান্তও হয়েছে। জানা গিয়েছে, ফুরফুরা গ্রামীণ হাসপাতালকে ৩০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যা করা হবে। এছাড়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উলুবেড়িয়া, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-সহ মোট ছ’টি মেডিক্যাল কলেজে ১০২ জন অধ্যাপক, ১১ জন করে প্রতিটা কলেজে মোট ৬৬ জন সহযোগী অধ্যাপক, ও ১২০ জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে