Advertisement
Advertisement

Breaking News

রাজ্যপাল পোশাকও কিনছেন সরকারি টাকায়! বিস্ফোরক অভিযোগ তুলে রাজভবনে অডিটের দাবি কুণালের

ব্যক্তিগত কাজে সরকারি টাকার ব্যবহার কেন? প্রশ্ন তৃণমূলের।

Has Governor bought some of his dress, suit, sunglass from Govt funds, Asks Kunal Ghosh | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 18, 2023 12:38 pm
  • Updated:June 18, 2023 12:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল বনাম রাজ্যপাল বিবাদে এবার নয়া মোড়। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananada Bose) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর ইঙ্গিত, রাজ্যপাল নিজের পোশাক, সানগ্লাসের মতো ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীও কিনছেন সরকারি টাকায়। যা অনৈতিক।

এমনিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস সৌখিন মানুষ। জনসমক্ষে যখনই আসেন বেশ পরিপাটি হয়েই আসেন। দামি স্যুট, কেতাদুরস্ত রোদচশমা তাঁর নিত্যসঙ্গী। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) হিংসা কবলিত এলাকাগুলিতে পর্যবেক্ষণে গিয়েছিলেন রাজ্যপাল, সেখানেও পোশাকের সেই পরিপাটিই চোখে পড়েছে। কুণাল ঘোষের (Kunal Ghosh) অভিযোগ, নিজের এই সৌখিন পোশাক রাজ্যপাল কিনছেন সরকারি টাকায়। রবিবার সকালে তৃণমূলের রাজ্য সম্পাদক টুইট করে প্রশ্ন তুললেন,”মাননীয় রাজ্যপাল কি নিজের পোশাক, স্যুট, রোদচশমা, জুতো সরকারি টাকায় কিনছেন?”

Advertisement

[আরও পড়ুন: কোচবিহারে BJP প্রার্থীর আত্মীয়কে কুপিয়ে খুন, ‘রাজনীতির যোগ নেই’, দাবি অভিযুক্ত তৃণমূলের]

কুণাল বলছেন, “যদি রাজ্যপাল সেটা করে থাকেন, তাহলে তা অনৈতিক। ওঁর উচিত নিজের পোশাক নিজের টাকায় কেনা। রাজভবনকে সরকারের তরফে যে টাকা দেওয়া হয়, সেটার উপযুক্ত অডিট হওয়া উচিত।” সঙ্গে তাঁর সংযোজন,”আমার অভিযোগ যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি ক্ষমা চাইতেও রাজি।” বস্তুত, রাজভবনের পরিচালনা বাবদ নির্দিষ্ট কিছু পরিমাণ অর্থ দিতে হয় রাজ্য সরকারকেই। সেই টাকা সরকারি কাজের জন্য ব্যবহার হওয়ার কথা। তা যদি রাজ্যপাল ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন, তাহলে সেটা সত্যিই অনৈতিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগে জেলায় জেলায় অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল, রাজভবনে খোলা হল ‘পিস রুম’]

প্রসঙ্গত, বাংলার রাজ্যপাল হয়ে আসার পর প্রথম কিছুদিন রাজ্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন সি ভি আনন্দ বোস। কিন্তু ধীরে ধীরে নিজের পূর্বসূরি জগদীপ ধনকড়ের পথেই হাঁটা শুরু করেছেন নতুন রাজ্যপাল। সম্প্রতি রামনবমী তথা ভোট হিংসা নিয়ে তাঁর চড়া সুর রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে। তৃণমূলের তরফে তাই আক্রমণও ধেয়ে আসছে চড়া সুরে। রবিবারও নয়া ইস্যু তুলে রাজভবনকে কাঠগড়ায় তুলল শাসকদল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ