Advertisement
Advertisement

Breaking News

মঙ্গলদীপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৭’: সেরা ১২ পুজোর তালিকা

সপ্তমীর সকালে চূড়ান্ত ঘোষণা। জানতে চোখ রাখতে হবে SangbadPratidin.in-এ

Here is the list of 12 Pujo of Mangaldeep presents Sangbad Pratidin Pujo Perfect 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2017 6:13 am
  • Updated:September 27, 2019 6:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাষষ্ঠীর সকাল। বোধনের প্রাতে ঘোষণা হল মঙ্গলদীপ নিবেদিত ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৭’র সেরা ১২টি পুজোর নাম। মঙ্গলবার বহু প্রতীক্ষিত নামগুলি জানানো হয়েছে। শহরের প্রায় ৪০০টি পুজোর মধ্যে তালিকায় জায়গা পেয়েছে সেরা ১২টি পুজো। এর মধ্যে উত্তর থেকে শুরু করে দক্ষিণের বেশ কয়েকটি নামকরা পুজোও রয়েছে। সেরা প্রতিমা, সেরা আইডিয়া এবং অবশ্যই শহরের সেরা পাঁচটি পুজো বেছে নেওয়া হবে এই পুজোগুলির মধ্যে থেকেই।

[ভাঙন রোধে এখানে দশভুজার সঙ্গে পুজো পান মা গঙ্গাও]

এক নজরে দেখে নেওয়া যাক, কোন কোন পুজো এই তালিকায় রয়েছে:

Advertisement

উত্তরের পুজো-

Advertisement

দমদম পার্ক ভারত চক্র: থিম- শক্তিরূপেণ সংস্থিতা।
শিল্পী- সঞ্জীব সাহা।

দমদম তরুণ দল: থিম- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
শিল্পী- অনির্বাণ দাস।

নলিন সরকার স্ট্রিট সর্বজনীন: থিম- মা তুমি কার?
শিল্পী- রিন্টু দাস।

কুমারটুলি সর্বজনীন: থিম- শ্রদ্ধাঞ্জলি।
শিল্পী- পরিমল পাল।

দক্ষিণের পুজো-

এসবি পার্ক সর্বজনীন: থিম- সেলফি।
শিল্পী- ভবতোষ সুতার।

বেহালা নূতন দল: থিম- অন্তরমহল।
থিম ভাবনা ও সৃজনে- যোগেন চৌধুরি ও প্রদীপ দাস।

বেহালা নূতন সংঘ: থিম- উৎসব।
শিল্পী- প্রশান্ত পাল।

অজেয় সংহতি: থিম- শক্তি রূপেণ।
শিল্পী-বিমল সামন্ত।

৯৫ পল্লি অ্যাসোসিয়েশন: থিম- অধরা।
শিল্পী-সুশান্ত পাল।

চেতলা অগ্রণী: থিম- অন্তহীন।
শিল্পী-ভবতোষ সুতার।

আলিপুর সর্বজনীন: থিম-এক টুকরো ভারতবর্ষ।
শিল্পী- অনির্বাণ দাস।

সুরুচি সংঘ: থিম-বৈচিত্রের মধ্যে ঐক্য।
শিল্পী- সুব্রত বন্দ্যোপাধ্যায়।

[দুঃস্থ শিশুদের নিয়ে পুজো পরিক্রমায় কলেজ পড়ুয়ারা]

এই পুজোগুলিতেই ষষ্ঠীর রাতে পরিদর্শনে যাবেন তারকা বিচারকরা। এরপর সপ্তমীর সকালে তাঁদের বিচারের ভিত্তিতে ঘোষণা করা হবে শহরের সেরা পাঁচটি পুজোর নাম। এছাড়াও জানানো হবে সেরা প্রতিমা এবং সেরা আইডিয়ার পুরস্কার কে পেয়েছেন তাঁর নামও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ