Advertisement
Advertisement

ধর্মঘটে শামিল না হওয়াও মৌলিক অধিকার: হাই কোর্ট

জোর করে মানুষকে ধর্মঘটে শামিল করা যাবে না,জানিয়ে দিল হাইকোর্ট

High court says no to forceful support in favor of strikes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 12:38 pm
  • Updated:September 1, 2016 12:38 pm

স্টাফ রিপোর্টার: ধর্মঘট ব্যর্থ করে কর্মসংসস্কৃতি বজায় রাখতে বারবার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২ সেপ্টেম্বর বামেদের ডাকা ধর্মঘটে রাজ্যকে সচল রাখতে প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি৷ ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট বেআইনি ঘোষণার দাবিতে আগে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম৷

এদিন মামলার শুনানি হয় হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরিশ গুপ্ত ও বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে৷ শুনানির শুরুতেই মাইনোরিটি ফোরামের আইনজীবী সাংসদ ইদ্রিশ আলি দাবি করেন, কেরল-সহ একাধিক হাই কোর্ট বনধকে বেআইনি ঘোষণা করেছে৷ ২ সেপ্টেম্বরের ধর্মঘটকে তাই বেআইনি বলে ঘোষণা করা হোক৷ যদিও সিআইটিইউর তরফের আইনজীবী বিকাশ ভট্টাচার্য পাল্টা দাবি করেন, বনধ ও ধর্মঘটের মধ্যে পার্থক্য রয়েছে৷ ধর্মঘট করার মৌলিক অধিকার শ্রমিকদের রয়েছে৷

Advertisement

এরপর বুধবার কলকাতা হাই কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিল, ধর্মঘট করার যেমন অধিকার রয়েছে তেমনই ধর্মঘটে শামিল না হওয়ার মৌলিক অধিকারও মানুষের রয়েছে৷ সেই অধিকার রক্ষায় সচেষ্ট থাকতে হবে সরকারকে৷ জোর করে মানুষকে ধর্মঘটে শামিল করা যাবে না৷ ওইদিন রাস্তায় বেরিয়ে জনসাধারণ যাতে কোনও অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতেও সরকারকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাধারণ দিনের তুলনায় অতিরিক্ত বাস পরিষেবা থাকবে ২ সেপ্টেম্বর৷ ১৮৫০টি বাসের জায়গায় ২২৭০ সরকারি বাস চলবে৷ ট্রামের সংখ্যা বৃ‌দ্ধি করে ৯০ করা হয়েছে৷ ভেসেল চলবে ৪৫টি৷ সকলকে কাজে যোগ দিতে বলা হয়েছে৷ সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে যাতে কোনও অসুবিধায় না পড়েন সে জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে রাজ্য পরিবহণ দফতর৷

Advertisement

২ সেপ্টেম্বরই ধর্মঘটের দিনই সিঙ্গুর দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস৷ এবিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কে  কোথায় কী ডেকেছে জানি না৷ ওইদিন মানুষ পথে নামবেন৷  জেলায় জেলায় ব্লকে ব্লকে মানুষ নানা কর্মসূচির মধ্য দিয়ে সিঙ্গুর দিবস পালন করবেন৷ কৃষকের অধিকার রক্ষায় যে জয় হয়েছে ওইদিনই মানুষ তার প্রমাণ দেবেন৷” এদিকে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, “ধর্মঘটের দিন মানুষ রাস্তায় নামবেন৷ শান্তিপূর্ণ ধর্মঘট হবে৷ ধর্মঘটে যেমন সাধারণ মানুষের উপর জোর করা যাবে না তেমনি ধর্মঘটে শামিল মানুষের উপরও জোর করা যাবে না বলেই নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ