Advertisement
Advertisement

Breaking News

বিসর্জনের জন্যও আদালতের অনুমতি লাগছে কেন, প্রশ্ন অমিতের

যে বাংলায় রবীন্দ্রসংগীত বাজত, এখন সেখানে বোমের আওয়াজ-কটাক্ষ অমিতের৷

Hindus persecuted, had to seek court's intervention for immersion, says Amit Shah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 26, 2017 6:59 am
  • Updated:April 26, 2017 7:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা প্রেস ক্লাবে যখন তিনি এলেন, ততক্ষণে দিল্লি পুরসভার ভোটের ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছে৷ উত্তরপ্রদেশের পর আবারও গেরুয়া ঝড়৷ মধ্যভারত থেকে সে ঝড়কে বাংলা মুলুকে টেনে আনতে গতকালই বাংলায় পা রেখেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নকশালবাড়ি থেকে সফর শুরু করলেও প্রথমদিন অবশ্য তেমন কিছু বার্তা দেননি৷ প্রত্যাশা ছিল খাস কলকাতার বুকে বসেই যা বলার বলবেন৷ বললেনও তাই৷ রীতিমতো তথ্য-প্রমাণ দিয়েই কড়া চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সরকারের বিরুদ্ধে৷

এটিএম থেকে লোপাট সারাজীবনের পুঁজি, শোকে মৃত্যু বৃদ্ধের ]

Advertisement

এদিন প্রথমেই দিল্লির মানুষকে বিজেপিকে সমর্থনের জন্য শুভেচ্ছা জানান অমিত শাহ৷ জানান, দিল্লির মানুষ বিজেপির নেতৃত্ব, বিকাশকেই সায় দিয়েছে৷ এবার পালা বাংলার৷ কিন্তু কেন বাংলার মানুষ সায় দেবেন বাংলাকে? এর উত্তরেই তিনি খুললেন তাঁর তথ্যের ঝুলি৷ স্রেফ মুখের কথা নয়৷ একেবারে কাগজে চোখ রেখে বলে গেলেন, বাম আমলে কোথায় থমকে ছিল রাজ্য৷ আর তৃণমূল সরকারের আমলে আরও কতটা নীচে নেমেছে৷ উৎপাদন, কৃষি, ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রেও বাংলার কতটা অবনতি হয়েছে, তাও তুলে ধরলেন৷ কোনও রাখঢাক না করেই জানালেন, এই হাল ফেরাতে হলে বাংলায় বিজেপি সরকারের প্রতিষ্ঠা আবশ্যক৷ তৃণমূল সকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে এদিন আমিত জানান, বাংলার এই অবস্থা রীতিমতো চিন্তাজনক৷ তাঁর প্রশ্ন, খোদ বাংলায় দুর্গাপুজোর বিসর্জনের জন্য হাই কোর্টের অনুমতি লাগছে? এ কোন সময় এল? বাংলায় সরস্বতী পুজোকে সুরক্ষা দিতে পারবে তো সরকার, প্রশ্ন অমিতের৷ প্রত্যাশিতভাবেই বর্তমান সরকারের বিরুদ্ধে তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ এনেছেন তিনি৷ জানালেন, যেভাবে এই সরকার তোষণের রাজনীতি করছে, তাতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে৷ কোথায় বাংলার কলকারখানা? স্রেফ বোমা তৈরি হয়েছে৷ আর তাই যে বাংলায় রবীন্দ্রসংগীত বাজত, এখান সেখানে বোমার আওয়াজ শোনা যায়, দাবি অমিতের৷ এই পরিস্থিতি বদলাতেই ডাক বিজেপির সর্বভারতীয় সভাপতির৷ নারদা-সারদায় জর্জরিত সরকারের বদলে সোনার বাংলা গড়তে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন তিনি৷ তাঁর দাবি, এই সরকার হিংসাত্মক নানা কাজ করে বিজেপিকে রোখার চেষ্টা করছে৷ কিন্তু এই হিংসায় পদ্ম আরও পাপড়ি মেলবে বলেই বিশ্বাস তাঁর৷

Advertisement

চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী… ]

বরাবরই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার যে অভিযোগ রাজ্য সরকারের, এদিন তারও জবাব দিলেন অমিত৷ তথ্য প্রমাণ দিয়ে জানিয়ে দিলেন বর্তমান ‘ভাজপা’ সরকার বাংলার জন্য বিভিন্ন খাতে বরাদ্দ বাড়িয়েছে৷ বিভাজনের রাজনীতির যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে তোলা হয়, তাও উড়িয়ে দিয়ে এদিন তিনি জানান, বিজেপি কোনও জাতপাতের কথা বলে না৷ বলে বিকাশের কথা৷ বাংলায় সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে তাঁর মত, যেভাবে তোষণের রাজনীতি হয়েছে বাংলায়, তার ফলেই এ সব হচ্ছে৷ এই ধরনের রাজনীতি বন্ধ হলেই বাংলার পুরনো গৌরব ও সংস্কৃতি ফিরে আসবে৷

‘জয় শ্রী রাম-ভারত মাতা কি জয় বলতে হবে, নাহলে ইতিহাসে চলে যেতে হবে’ ]

এদিন নারদা নিয়েও আক্রমণের সুর চড়ান আমিত৷ সাফ জানিয়ে দেন, তৃণমূল নেতারা ঘুষ নিয়েছেন এ তো গোটা দুনিয়া দেখেছে৷ এর কি সাফাই দেবে সরকার, প্রশ্ন অমিতের৷ জালনোট রোখা থেকে পাচারকারীদের আটকাতেও এ সরকার চূড়ান্ত ব্যর্থ বলে দাবি অমিতের৷ কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের কাছে বিজেপি ফোবিয়া হয়ে গিয়েছে৷ সবকিছুতেই বিজেপির ভূত দেখছে৷ সংখ্যালঘু প্রসঙ্গেও এদিন নিজের রণনীতি খোলসা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷ জানালেন, ভোটারদের ভাগাভাগিতে বিশ্বাস করে না বিজেপি৷ সকলের কাছে বিকাশের সুফল পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ