Advertisement
Advertisement

Breaking News

মধ্য কলকাতার চাঁদনি চক থেকে উদ্ধার বিপুল অঙ্কের জাল নোট

গোপন অভিযানে কলকাতা পুলিশের জালে পাচারকারী৷

Huge number of fake notes rescued from the Kolkata's Chandichowk area
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 6:33 pm
  • Updated:June 27, 2018 6:33 pm

অর্ণব আইচ: কলকাতার প্রাণকেন্দ্র চাঁদনি চকে চাল নোট চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ গোপন অপারেশন চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ইমাম হোসেন নামের এক যুবককে৷ বছর কুড়ির এই যুবক মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার জাল নোট৷ যার মধ্যে রয়েছে দু’শোটি দু’হাজার টাকার নোট ও আরও দু’শোটি পাঁচশো টাকার নোট৷

[প্রয়াত দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর দীপ্তি রায়]

Advertisement

জানা গিয়েছে, খবরটি গোপন সূত্র মারফত আসে কলকাতা পুলিশের এসটিএফের কাছে৷ সেইমতো কলকাতার চাঁদনি চক মার্কেট এলাকায় অভিযান চালান হয়৷ হাতেনাতে পাকড়াও করা হয় ধৃতেকে৷ ঘটনার সূত্রপাত, মঙ্গলবার সন্ধ্যায়৷ কলকাতার চাঁদনি চক মার্কেটের একটি ইলেকট্রনিক্সের দোকানে গিয়েছিল ওই যুবক৷ উদ্দেশ্য ছিল কয়েকটি জিনিস কেনা৷ কিন্তু নোটগুলি দেখেই দোকানদারের সন্দেহ হয়৷ তিনিই ইঙ্গিতে দোকানের অন্য কর্মীকে বলেন পুলিশে খবর দিতে৷ এসটিএফ সূত্রে খবর, খবর আসা মাত্রই তাঁরা সেখানে পৌঁছান৷ প্রথমে যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্তু কথায় অসঙ্গতি পাওয়ায়, তাকে আটক করা হয়৷ ইতিমধ্যেই সমস্ত জাল নোট উদ্ধার করেছে পুলিশ৷

Advertisement

[চিবিয়ে খেতে হয়েছে ট্যাবলেট! মাকে জল দেয়নি হাসপাতাল, কমিশনে মেয়ে]

তদন্তকারীরা জানাচ্ছেন, জেরায় ধৃত স্বীকার করেছে যে, জাল নোট পাচার করতেই মালদহ থেকে কলকাতায় এসেছিল সে৷ যেহেতু মালদহ বাংলাদেশ লাগোয়া জেলা৷ ফলে সেখান থেকেই সীমান্ত টপকে এই জাল নোটে এদেশে ঢুকেছে বলে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা৷ এখন ধৃতকে জেরা করে আরও অনেক প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা চালান হচ্ছে৷ কোথা থেকে এই নোটগুলি সে এনেছিল? কে বা কারা তাকে এগুলি দিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ