Advertisement
Advertisement
anupam hazra

‘গোষ্ঠীদ্বন্দ্বে মাতবেন না, ভোটে হারলে বাংলা ছাড়তে হবে’, বিজেপি নেতাকর্মীদের বার্তা অনুপমের

ভবিষ্যেতের স্বার্থেই সকলকে দলবেঁধে লড়ার আহ্বান জানান অনুপম।

'If we lose the election for any reason, we have to leave Bengal': says Anupam hazra | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 25, 2020 2:50 pm
  • Updated:October 25, 2020 3:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নবমীর সকালে ফেসবুক পোস্টে দলীয় কর্মীদের সংযত হওয়ার বার্তা দিলেন অনুপম হাজরা (Anupam Hazra)। গোষ্টীদ্বন্দ্বে না জড়িয়ে একুশে সবকটি আসন শাসকদলের হাত থেকে ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে দলবেঁধে লড়ার আহ্বান জানালেন তিনি। কোনওভাবে আগামী নির্বাচনে বিজেপি পরাজিত হলে দলের নেতা-কর্মীদের জটিল পরিস্থিতিতে পড়তে হবে বলে আশঙ্কাও প্রকাশ করলেন অনুপম।

anupam

Advertisement

বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। একাধিকবার প্রকাশ্যে চলে এসেছে তাঁদের অভ্যন্তরীন দ্বন্দ্বের ছবি। সম্প্রতি সাংসদ সৌমিত্র খাঁর (Saumitra Khan) দলত্যাগের নেপথ্যেও অন্তর্কলহই কারণ ছিল বলে মনে করেছেন অধিকাংশ মানুষ। যদিও কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত বদল করে তিনি ফিরেও এসেছেন দলে। এসবের মাঝেই নবমীর সকালে একটি ফেসবুক পোস্ট করলেন অনুপম হাজরা। সেখানেই দলের নেতা-কর্মীদের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়ার পরামর্শ দিলেন। ‘আমরা জিতবই’, এই বিশ্বাসে নিজেদের মধ্যে অশান্তি করতে বারণ করে, উলটে শাসকদলকে হারানোর জন্য সবাইকে এক সঙ্গে ময়দানে নামার কথা বললেন। কোনও কারণে হেরে গেলে কী হতে পারে এদিন নেতা-কর্মীদের তা-ও বললেন অনুপম।

Advertisement

[আরও পড়ুন: সাবধান! এবার রান্নার গ্যাসের KYC আপডেটের নামে প্রতারণা, শহরে সক্রিয় নতুন গ্যাং]

এদিন তিনি লেখেন, “আমরা যদি বাই চান্স হেরে যাই তাহলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে বাংলার বাইরে, অন্য কোনও রাজ্যে বাসস্থান খুঁজতে হবে। সব থেকে বেশি সমস্যায় পড়বেন বুথ স্তরের কর্মীরা।” তাই নিজেদের স্বার্থেই সকলকে সংযত হতে বলেন তিনি। বিজেপি নেতার এই পোস্টেই স্পষ্ট যে দলের অন্তর্কলহে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন তিনি। সেই কারণেই নিজের মতো করে নেতা-কর্মীদের এক সুতোয় বাঁধতে উদ্যোগী হয়েছেন।

 

Posted by Anupam Hazra on Saturday, 24 October 2020

[আরও পড়ুন:হাই কোর্টের নির্দেশ অমান্য করে সুরুচিতে অঞ্জলি, নুসরত-সৃজিত-মহুয়াদের বিরুদ্ধে আইনি নোটিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ