Advertisement
Advertisement

Breaking News

Kolkata

খাস কলকাতার ব্যাঙ্কের লকার থেকে উধাও ২০ লাখ টাকার গয়না! থানায় প্রৌঢ়া

প্রৌঢ়ার অভিযোগকে আমল দেয়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Jewellery missing from Kolkata's bank locker, complane file

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 10, 2025 2:18 pm
  • Updated:June 10, 2025 2:18 pm  

অর্ণব আইচ: চুরি-ডাকাতির হাত থেকে বাঁচতে ব্যাঙ্কের লকারে গয়না রেখেছিলেন পেশায় চিকিৎসক শহরের এক প্রৌঢ়া। তবে লকার থেকেই লোপাট হয়ে গিয়েছে ২০ লাখ টাকার গয়না। এমনই অভিযোগ তুলে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, শ‌্যামবাজার এলাকার কৃষ্ণরাম বোস স্ট্রিটের বাসিন্দা ওই প্রৌঢ়ার একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের শ্যামবাজার শাখায় লকার রয়েছে। যে লকারের অংশীদার চিকিৎসকের বৃদ্ধা মা। ওই প্রৌঢ়ার দাবি, তাঁর ব‌্যাঙ্কের লকারের একটি স্টিলের বাক্সে প্রায় কুড়ি লাখ টাকা দামের দু’শো গ্রাম সোনার গয়না রাখা ছিল। এ ছাড়াও অন‌্য কাঠের বাক্সে ছিল আরও কিছু গয়না। সম্প্রতি তিনি প্রয়োজনে ওই লকারটি খুলে দেখতে পান, ভিতর থেকে উধাও গয়নাভর্তি ওই স্টিলের বাক্স।

এহেন ঘটনায় প্রথমে ব‌্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানান ওই চিকিৎসক। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে তার অভিযোগকে আমল দেওয়া হয়নি। কারণ, লকারের ভিতর যা-ই থাক না কেন, তার দায়িত্ব ব‌্যাঙ্কের নয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের এমন গাছাড়া মানসিকতায় ক্ষুব্ধ ওই চিকিৎসক এর পর পুলিশের দ্বারস্থ হন। সেই মতো শ্যামপুকুর থানায় দায়ের হয় অভিযোগ। মহিলার অভিযোগের ভিত্তিতে উধাও হয়ে যাওয়া ওই গয়নার সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে লকার থেকে গয়নার বাক্স উধাও হয়ে গেল সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement