কৃষ্ণকুমার দাস: যাঁকে ঘিরে যোগেশচন্দ্র আইন কলেজে এত বিতর্ক কলকাতা হাই কোর্টে মামলাকারী সেই ব্যক্তি অর্ক নাগ দলীয় সংগঠনের কেউ নন বলে জানিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদ। শুধু তাই নয়, প্রায় ২ বছরের বেশি সময় আইন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনও ইউনিট নেই বলেও বৃহস্পতিবার জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতা জেলার সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায়, ‘‘হাই কোর্টে অর্ক নাগ নামে একজন সরস্বতী পুজো নিয়ে মামলা করতে গিয়ে নিজেকে যোগেশচন্দ্র আইন কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি বলে দাবি করেছেন। কিন্তু গত ২ বছরেরও বেশি ওই কলেজে কোনও ইউনিটই নেই, তার আবার সভাপতি। উনি নিজের যে পরিচয় দিয়েছেন তা ভুয়ো। আইন কলেজে নতুন ইউনিট তৈরির জন্য সাংসদ, বিধায়ক এবং দলীয় শীর্ষ পদাধিকারীদের সঙ্গে আলোচনা চলছে।’’
উল্লেখ্য, যোগেশচন্দ্র কলেজে পুজো করা নিয়ে এই অর্ক নাগই মামলা করেন। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, যোগেশচন্দ্র কলেজের দিবা বিভাগের অধ্যক্ষ বিজেপির হয়ে বিভিন্ন টক শো-য়ে অংশ নেন। আর তারই মদতে পুজো নিয়ে অকারণে এই বিতর্ক এবং কলেজে অশান্তির সূত্রপাত। কিন্তু অর্ক নাগ কলেজে বছর দশেক আগে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত থাকলেও এখন কেউ নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব।
আইন কলেজে নতুন ইউনিট তৈরি করা নিয়ে ইতিমধ্যে জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় গর্ভনিং বডির সভাপতি সাংসদ মালা রায় ও জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দেবাশিস কুমারের সঙ্গে আলোচনা করে নিয়েছেন। কথা বলেছেন, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যর সঙ্গেও। খুব শীঘ্রই নতুন ইউনিট ঘোষণা করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.