Advertisement
Advertisement

Breaking News

Justice rebukes CBI on recruitment scam

‘আপনার কাছে অভিযুক্তর সংজ্ঞা কী’, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআইকে ধমক বিচারকের

এর আগেও একাধিকবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই।

Justice rebukes CBI on recruitment scam । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 16, 2023 4:55 pm
  • Updated:March 16, 2023 4:55 pm

অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই। তদন্তকারী আধিকারিক প্রদীপ ত্রিপাঠীকে ধমক আলিপুর বিশেষ সিবিআই আদালতের। শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে না নিয়ে তাঁর হাতের লেখা পরীক্ষার আবেদন বেআইনি বলেও সাফ জানান বিচারক।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা এবং আবদুল খালেকের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বৃহস্পতিবার আদালতে আশঙ্কাপ্রকাশ করেন। তিনি জানান, একটি মামলা বছরের পর বছর চলতে থাকলে অভিযুক্তদের সঙ্গে অনেক কিছুই ঘটতে পারে। অভিযুক্ত যে বেঁচে থাকবেন, সেই নিশ্চয়তাও নেই। সিবিআই অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নেয়নি। এবার তাঁর হাতের লেখা পরীক্ষার আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী। শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করায় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করেন বিশেষ সিবিআই আদালতের বিচারক।

Advertisement

[আরও পড়ুন: পদ্ধতিগত সমস্যা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করুক আদালতই! আরজি বিকাশরঞ্জন ভট্টাচার্যের]

বিচারক বিরক্ত হয়ে প্রশ্ন করেন, “চার্জশিটে যার নাম রয়েছে তাকে কেন গ্রেপ্তার করছেন না? কেস স্টাডিতে তার নাম রাখছেন না? এটা কী তদন্ত? আপনার কাছে অভিযুক্তর সংজ্ঞা কী? আপনি পাবলিক প্রসিকিউটর। আপনি যে আবেদন করছেন তা বৈধ নয়। আপনারা যা করছেন, তা কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। না জানালে বিপদে পড়ব। এরপর ট্রায়ালে টিকতে পারবেন তো?” উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। বারবার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন ওঠে। তাহলে কি সত্যিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এগোচ্ছে তদন্ত, উঠছে প্রশ্ন।

Advertisement

[আরও পড়ুন: বীরভূমের নদীতে সোনার গয়না! কুড়োতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ