Advertisement
Advertisement

কাঠুয়া-উন্নাও কাণ্ডের প্রতিবাদে আজ শহরের রাজপথে তৃণমূল

কেন্দ্রকে চাপে ফেলতে নয়া কৌশল ঘাসফুল শিবিরের।

Kathua rape: TMC to hit roads seeking justice for Asifa

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 14, 2018 1:56 pm
  • Updated:April 14, 2018 1:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে আগেই নরেন্দ্র মোদীর রাতের ঘুম লাটে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার কেন্দ্রে ক্ষমতা থেকে বিজেপিকে ঘরছাড়া করতে মাঠে নামছে তৃণমূল৷ আর সেই লক্ষ্যে এবার কাঠুয়া-উন্নাও কাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটতে চলেছেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা৷

জানা গিয়েছে, আজ দুপুরে আম্বেদকরের মূর্তি থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত বিক্ষোভ মিছিলে হাঁটবেন মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের কয়েক হাজার কর্মী৷ কাঠুয়া ও উন্নাও কাণ্ডের প্রতিবাদ ও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিত অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের৷

Advertisement

অন্যদিকে, আগামিকাল রবিবার সন্ধ্যায় কলকাতা বন্দর এলাকায় যুব তৃণমূলের নামে একটি বিক্ষোভ করা হবে বলে জানা গিয়েছে৷ যুব নেতা ইয়াসির হাইদারের নেতৃত্বে মিছিলের ডাক দেওয়া হয়েছে৷ আসিফা হত্যাকাণ্ডের প্রতিবাদে যখন গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে, তখন রাজ্যের শাসকদের এই কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কারণ, আসিফা হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যেই বেশ চাপে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার৷ কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠার পর আসিফার মৃত্যুর প্রায় চার দিন পর প্রধানমন্ত্রীর মুখ খোলা নিয়ে নিয়েও শুরু হয়েছে বিতর্ক৷ দেশের মহিলাদের নিরাপত্তার বিষয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে৷

Advertisement

ফলে, এই ডামাডোল পরিস্থিতি দাঁড়িয়ে মোদীকে চাপে ফলতে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল রাজনৈতিক ও সামাজিকাভাবে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশের৷  কেননা, ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগচ্ছে তৃণমূল৷ লোকসভা ভোটের আগে বিজেপিকে পাঁচে ফেলতে লাগাতার কর্মসূচিও গ্রহণ করে ফেলেছে তৃণমূল৷ আর সেই লক্ষ্যেই আজ নতুন করে পথে নামছে তৃণমূল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ