সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের কপাল দিলাম ফোঁটা… বছরের এই দিনটায় যেমন ভাইয়েদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করেন দিদি-বোনেরা। তেমনই দিদি-বোনেদের রক্ষা করার অঙ্গীকার করেন দাদা-ভাইয়েরা। কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে দাবি করে ভাইফোঁটাই নিচ্ছেন না আর জি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। সোশাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন খোদ কিঞ্জলই। জানিয়েছেন, ‘অভয়া’ সুবিচার না পাওয়া পর্যন্ত ভাইফোঁটা নেবেন না।
রবিবার ফেসবুক কিঞ্জল লেখেন, ‘ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেব না, রাখীও পরব না। সেই যোগ্যতা হারিয়েছি।’ স্বাভাবিকভাবেই তাঁর এই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা কেউ লিখেছেন, ‘ভেবেছিলাম গণকনভেনশনের মতো আজ একটা গণভাইফোঁটা অনুষ্ঠান হবে। যাইহোক সাবধানে থাকিস তোরা ভাই।’ কেউ লিখেছেন, ‘আমি বলবো,আরো রাখী পড়,আরো ফোঁটা নে। একটা বাহিনী বানা বোনেদের নিয়ে। তারাই পারবে তোর লড়াইকে সফল করতে। লড়াই করতেই ত যৌথ অবস্থানের দরকার। আর সেইটাই ত আল্টিমেট শক্তি।’
প্রসঙ্গত, ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। লাগাতার আন্দোলন করেছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি, ধরনা, অনশন, কিছুই বাদ যায়নি। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল নন্দ। আপাতত সামনে পরীক্ষা। পড়াশোনায় ব্যস্ত আন্দোলনকারীরা। এর মাঝেই ভাইফোঁটার দিন বার্তা দিলেন কিঞ্জল। জানালেন, অভয়া সুবিচার না পাওয়া পর্যন্ত তিনি আর ফোঁটা নেবেন না। রাখীও পরবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.