Advertisement
Advertisement

মেরামতির জন্য বন্ধ করা হতে পারে কলকাতার আরও ২ সেতু

আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুতে সেতুগুলি বন্ধ করতে চেয়ে লালবাজারকে চিঠি দিয়েছে কেএমডিএ৷

KMDA asked Lalbazar to stop Arabindo Setu and Bijon Setu
Published by: Tanujit Das
  • Posted:July 27, 2019 12:58 pm
  • Updated:July 27, 2019 1:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহের বিদ্যাপতি সেতুর পর, স্বাস্থ্যপরীক্ষার জন্য বন্ধ হতে চলেছে শহরের আরও দু’টি গুরুত্বপূর্ণ সেতু৷ সূত্রের খবর, উত্তর কলকাতার অরবিন্দ সেতু ও দক্ষিণ কলকাতার বিজন সেতু বন্ধের অনুরোধ জানিয়ে ইতিমধ্যে লালবাজারকে চিঠি দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ৷ চিঠিতে বলা হয়েছে,  শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় এই দুই সেতুর  স্বাস্থ্যপরীক্ষার প্রয়োজন রয়েছে৷ পুজোর আগেই এই দুই সেতুর মেরামতি করতে হবে৷ সেজন্য আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই দুই সেতুর স্বাস্থ্যপরীক্ষা করবে কেএমডিএ৷ ফলে দুটি সেতুকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ করতে হবে৷

[ আরও পড়ুন: আদালতের অভিনব নির্দেশ, ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন আইন ভাঙা যুবকরাই ]

Advertisement

কেএমডিএ সূত্রে খবর, শহরের অন্যান্য সেতুগুলির মতো এই দুই সেতুরও অবস্থা শোচনীয়৷ বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে৷ খসে পড়ছে চাংড়৷ এখনই যথাযথ ব্যবস্থা না নিলে, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ সেই আশঙ্কা থেকেই পুজোর আগে অরবিন্দ সেতু ও বিজন সেতুর মেরামতির কাজ সম্পন্ন করতে চাইছেন কেএমডিএ-র বিশেষজ্ঞদের দল৷ এজন্য লালবাজারের কাছে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে তিনদিন এই দুই সেতু বন্ধের আবেদন করেছেন তাঁরা৷ জানা গিয়েছে, এই আবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছেন লালাবাজারের আধিকারিকরা৷ তাঁদের মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শহরের যানজট নিয়ন্ত্রণ করা৷ একইসঙ্গে উত্তর ও দক্ষিণ কলকাতার ট্রাফিক কন্ট্রোল কীভাবে করা যায়, সেই বিকল্প পথের খোঁজ শুরু করেছে কলকাতা পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: বাসের জানলার বাইরে হাত রাখবেন না, দিনভর যাত্রীদের সতর্ক করল পুলিশ ]

লালবাজার সূত্রে খবর, অরবিন্দ সেতু বন্ধ থাকলে খান্না থেকে উল্টোডাঙ্গার যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে যাবে৷ সেক্ষেত্রে সম্ভবত মানিকতলা, বেলেঘাটা ও ক্যানেল রোড দিয়ে বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা করা হবে৷ পাশাপাশি, বিজন সেতু বন্ধ থাকলে যানজট তৈরি হবে দক্ষিণ কলকাতায়৷ ফলে কসবা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ও রুবির সঙ্গে কালীঘাট, গড়িয়াহাট ও তৎসংলগ্ন এলাকার যোগাযোগ থমকে যাবে৷ তখন প্রিন্স আনোয়ার শাহ রোড, যাদবপুর থানার সামনের বিকল্প রাস্তার সাহায্যে শহরকে সচল রাখা হবে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ