Advertisement
Advertisement
Kolkata Metro

এসপ্ল্যানেডে আত্মহত্যার চেষ্টা! দমদম-কবি সুভাষ বন্ধ মেট্রো পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

প্রায় ৩০ মিনিট পর ডাউন লাইনে আংশিকভাবে চালু হয়েছে পরিষেবা।

Kolkata metro service disrupted from Dumdum to Kavi Subhas

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 10, 2025 8:21 pm
  • Updated:February 10, 2025 8:41 pm  

রমেন দাস: ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট। ডাউন লাইনে অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ পরিষেবা। কিন্তু ঠিক কী ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, এসপ্ল্যানেড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যার জেরেই থমকে মেট্রো পরিষেবা।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় ৭ টা বেজে ৫৬ মিনিট নাগাদ এসপ্ল্য়ানেড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যার জেরে ডাউন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ রাখা হয় পরিষেবা। তবে আপ অর্থাৎ কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো চলছে স্বাভাবিক সময়েই। সন্ধ্যা মানেই অফিস থেকে ফেরার সময়। এই সময়ে মেট্রো বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কেউ অপেক্ষা করছেন মেট্রো স্টেশনেই। কেউ আবার বিকল্প পথে বাড়ি ফেরার চেষ্টা করছে। তবে মেট্রোর তরফে এসপ্ল্যানেড থেকে আংশিকভাবে পরিষেবা চালু করার চেষ্টা করা হয়।

Advertisement

আধঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে আংশিকভাবে শুরু হয়েছে পরিষেবা। জানা গিয়েছে, বর্তমানে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ও দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত চলছে মেট্রো। উল্লেখ্য, মেট্রোয় আত্মহত্যার চেষ্টা এই প্রথম নয়। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। যার জেরে মাঝেমধ্যেই ব্যাহত হয় পরিষেবা। নাজেহাল হতে হয় যাত্রীদের। আত্মহত্যা রুখতে মেট্রোর তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement