কৃষ্ণকুমার দাস: গড়িয়াহাট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হকারদের ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেবে কলকাতা পুরসভা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সোমবার এই ঘোষণাই করলেন মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি জানালেন, মেয়রের রিলিফ ফান্ড থেকে হকারদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে৷ পাশাপাশি দেওয়া হবে চাকা লাগানো গাড়ি৷ যাতে টাঙানো যাবে না প্লাস্টিক ও বড় হোর্ডিং৷
[বন্ধ ফ্ল্যাটে উদ্ধার স্বামী-স্ত্রীর নিথর দেহ, মৃত্যুর কারণে ধোঁয়াশা ]
এদিন মেয়র জানান, গড়িয়াহাট ফুটের মার্কেটগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে পুরসভা এবং সেই উদ্দেশে মঙ্গলবার সেখানকার হকারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পুর কর্তৃপক্ষ৷ ক্ষতিগ্রস্ত হকারদের লাইসেন্স দেখে তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করবে কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে হকারদের একাধিক নির্দেশিকা দিতে পারে পুরসভা৷ যেমন, প্লাস্টিক ও বড় হোর্ডিংয়ের ব্যবহারে বিরত থাকা এবং গুমটি দোকানের পরিবর্তে চাকা লাগানো গাড়ির ব্যবহার করা৷ কেবল শহরই নয়, পাশাপাশি সল্টলেকের হকারদের মধ্যেও অগ্নিনির্বাপণ ব্যবস্থা সংক্রান্ত সচেতনতা বাড়ানো হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু৷ তিনি জানান, এ লক্ষ্যে একসঙ্গে কাজ করবে পুরসভা ও দমকল দপ্তর৷ গুমটিগুলিকে আয়তনে বাড়াতে হকাররা যাতে কোনওভাবেই প্লাস্টিকের ব্যবহার করতে না পারেন, সেই দিকেও নজর রাখা হবে৷
[‘ডিম্ভাত’ নিয়ে এত কথা! জানেন কেন ডিমের ঝোলকেই মেনুতে বেছে নিল তৃণমূল?]
প্রসঙ্গত, শনিবার গভীর রাতে আগুন লাগে গড়িয়াহাট মার্কেটের একটি ছ’তলা বাড়িতে। চোখের নিমেষে ভয়াবহ আকার নেয় আগুন। ভস্মীভূত হয়ে যায় শহরের নামী বস্ত্র বিপণি ট্রেডার্স অ্যাসেম্বলি-সহ ৯টি দোকান। ক্ষতিগ্রস্ত হন ওই বহুতল লাগোয়া ফুটপাতের হকাররাও। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, আগুন নেভাতে রবিবার বেলা গড়িয়ে যায়। এদিকে গড়িয়াহাটের ওই বহুতলে আবার থাকতেন কমপক্ষে ৪৫ জন। সময়মতো সকলেই বেরিয়ে আসতে পেরেছিলেন। তাই রক্ষা পেয়েছেন ফ্ল্যাটের বাসিন্দারা। গড়িয়াহাটে বহুতলের অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিক ছিল না। এমনকী, ছিল না বিকল্প সিঁড়িও। সোমবার সকালে গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলির মালিককে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। হকারদেরও সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷
ছবি: পিন্টু প্রধান