Advertisement
Advertisement

Breaking News

Kolkata

বর সতেরো ও কনে ১৬, নাবালক স্বামী-স্ত্রীর সন্তান জন্মাতেই বিপত্তি, অভিযোগ ধর্ষণের

ওই নাবালক ও নাবালিকা দু’জনই হেস্টিংস এলাকার বাসিন্দা।

Kolkata: Sixteen years old girl gives birth to child, 17 years old husband accused of misconduct
Published by: Subhajit Mandal
  • Posted:June 10, 2025 11:29 pm
  • Updated:June 10, 2025 11:32 pm  

অর্ণব আইচ: নাবালক বরের নাবালিকা কনে। এক বছর ধরে সংসার করলেও তা আর সুখের হল না। হাসপাতালে সন্তানের জন্ম দিতে গিয়েই বিপাকে শিশুর নাবালিকা মা ও নাবালক বাবা।

শেষ পর্যন্ত ১৬ বছর বয়সের ওই শিশুটির নাবালিকা মা যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগ করল তার ১৭ বছর বয়সের নাবালক স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার হেস্টিংস থানায় নাবালকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, ওই নাবালক ও নাবালিকা দু’জনই হেস্টিংস এলাকার বাসিন্দা। ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে, তার সঙ্গে নাবালকের বছর দেড়েক আগে বন্ধুত্ব হয়। কিন্তু সাবালকত্বের জন‌্য অপেক্ষা না করে ওই কিশোরী তার থেকে এক বছরের বড় কিশোর বন্ধুটির সঙ্গে কলকাতা থেকে পালিয়ে যায়। শহরের বাইরে গিয়ে তারা ‘বিয়ে’ করে। শহরে ফিরে এসে ওই নাবালিকা তার ‘শ্বশুরবাড়ি’তে থাকতে শুরু করে। সেখানেই সে অন্তঃসত্ত্বা হয়। কিছুদিন আগে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। নাবালিকা এক শিশুপুত্রের জন্ম দেয়। কিন্তু ওই মেয়েটির চেহারা দেখেই চিকিৎসকদের সন্দেহ হয়। ১৬ বছর বয়স জানতে পারার পরই হাসপাতালে চাঞ্চল‌্য ছড়ায়। শেষে শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর পুলিশের পরামর্শে সে হেস্টিংস থানায় স্বামীর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করে। ওই নাবালককে আটক করার পর হোমে পাঠানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement