Advertisement
Advertisement
কফি হাউসের আড্ডা ছন্দহীন

কেটে গিয়েছে ছন্দ, হাজারও নিয়মের গেরোয় জমছে না কফি হাউসের আড্ডা

দাম বেড়েছে খাবারের, মিলছে না পছন্দের অনেক আইটেমই।

Kolkata's iconic Coffee House bears desolated look due to corona scare
Published by: Sucheta Sengupta
  • Posted:July 3, 2020 9:41 pm
  • Updated:July 3, 2020 9:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের (Coronavirus) থাবা তো অনেক কিছুই পালটে দিয়েছে। তা’বলে বন্ধুর সঙ্গে নিরাপদ দূরত্বে বসে দীর্ঘক্ষণ ধরে কথা বলাও কি যাবে না? নাহ, তাও যাচ্ছে না সাম্প্রতিক পরিস্থিতিতে। তিন মাস পর কফি হাউসে গিয়ে এমনই আরও নানা খুঁটিনাটি বিষয় নিয়ে কিছুটা হতাশ হচ্ছেন আড্ডাপ্রিয় বাঙালি।

একে তো আড্ডার বহর কমেছে। কমেছে স্বাধীনতাও। সামাজিক দূরত্ব (Social Distance) বজায় রাখতে গিয়ে খুব বেশিক্ষণ ধরে আড্ডা দেওয়া যাচ্ছে না। একটা সময়ের পর আপনার কথা বলা শেষ হোক, না হোক, ওয়েটার আকারে-ইঙ্গিতে বার্তা দিচ্ছেন, এবার উঠে পড়ার পালা। এবার চেয়ার-টেবিলের দখল নেবেন অন্য কেউ। আনলক ২ (Unlock 2) পর্যায়ে বৃহস্পতিবার থেকে কফি হাউস খুললেও তাই সেই আড্ডার সুর কোথাও কেটে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: মেলেনি সন্তানের কাছে যাওয়ার ছুটি, মহাকরণে পুলিশকর্মীর মৃত্যুতে জোরাল অবসাদে আত্মহত্যার তত্ত্ব]

‘সেই সাতজন নেই তবু টেবিলটা আজও আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই’… টেবিল আছে, টেবিলের দখলদাররা পালটে পালটে যায়। আর সাত পেয়ালা এক টেবিলে! আপাতত একেবারেই নয়। করোনা আবহে সামাজিক দূরত্ব মেনে আড্ডা জমাতে হলে এক টেবিলে দু’জন, খুব বেশি হলে চারজনের বসার অনুমতি মিলছে। কফি হাউসের দোতলায় মাত্র ৫০টি টেবিল। তাদের মাঝে আবার ৬ ফুট করে দূরত্ব। তিনতলার ব্যালকনি বন্ধ। সর্বাধিক ১০০ জনের প্রবেশের অনুমতি মিলছে। তাও আবার মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। ঢোকার আগে হাত ভাল করে স্যানিটাইজ করতে হচ্ছে। কে কবে এভাবে কফি হাউসে ঢুকেছেন, কেউ মনেই করতে পারছেন না। আড্ডারও এত নিয়মকানুন!

[আরও পড়ুন: করোনা আবহে কাটছাঁট শহিদ দিবসের অনুষ্ঠান, ধর্মতলায় হচ্ছে না ২১ জুলাইয়ের সভা]

কফি হাউসে এসে যে শুধু এই নতুন নতুন নিয়ম, নিষেধের মুখে পড়তে হচ্ছে আমজনতাকে, তা নয়। কফিকাপে চুমুক দিয়ে সন্ধের স্ন্যাকস খেতে গিয়েও হোঁচট খেতে হচ্ছে। লকডাউনের পর দাম বেড়েছে বেশ কয়েকটা খাবারের। মেনুতেও কাটছাঁট। চাইলেই পছন্দের আইটেম নাও পেতে পারেন আপনি। আপাতত খাবারের তালিকায় রয়েছে – ইনফিউশন, অনিয়ন পকোরা, এগ স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, ওমলেট, সেদ্ধ ডিম, ফ্রাই এগ, বাটার টোস্ট, ব্রেড বাটার, কোল্ড এবং হট কফি। কফির দাম অবশ্য বাড়েনি। তবু সবমিলিয়ে, আড্ডা যেন ছন্দহীন হয়ে পড়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement