Advertisement
Advertisement

Breaking News

ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে বোমা ফাটালেন কুণাল ঘোষ

রোজভ্যালি কান্ডে দলের মধ্যে নিরপেক্ষ তদন্তের পক্ষে সওয়াল করেন কুণাল।

Kunal Ghosh challenges Derek O’Brien for a debate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 7, 2017 4:37 pm
  • Updated:January 7, 2017 5:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। পাশাপাশি, শনিবার সাংবাদিক বৈঠকে তৃণমূলকে নিশানা করে একের পর এক বোমা ছুড়ে গেলেন কুণাল।

সিবিআইয়ের চার্জশিটে নাম নেই, জামিন মঞ্জুর কুণাল ঘোষের

তৃণমূলের মুখ্য জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনকে তাঁর মুখোমুখি বসে বিতর্কে আহ্বান জানালেন। বললেন, “আপনার যদি সাহস থাকে, আসুন। আমার মুখোমুখি বসে বিতর্কে যোগ দিন।” এখানেও থেমে থাকেননি কুণাল ঘোষ। প্রশ্ন তুলেছেন, যাঁরা ঘুষ নেন, তাঁদের বিরুদ্ধে কি চার্জ গঠন হবে? কুণালের নিশানায় কি তবে নারদ স্টিং অপারেশনে অভিযুক্তরা?

Advertisement

টেলিকম মন্ত্রকের উচ্চপদে কুণাল ঘোষ

তাঁকে টেলিকম উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়ার জন্য টেলিকম বিভাগকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে সম্ভবত এখনই তিনি ওই পদের দায়িত্ব নিচ্ছেন না। সোমবার চিঠি দিয়ে একথা কেন্দ্রকে জানাবেন তিনি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ