BREAKING NEWS

১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

তমোঘ্ন বিতর্কের মাঝেই আচমকা তাপস রায়ের বাড়িতে হাজির কুণাল ঘোষ, কারণ ঘিরে চাঞ্চল্য

Published by: Paramita Paul |    Posted: October 12, 2022 4:53 pm|    Updated: October 12, 2022 5:19 pm

Kunal Ghosh visits Tapas Roy house among controversy | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তমোঘ্ন ঘোষের বাড়িতে দুর্গাপুজোয় যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কল্যাণ চৌবে। আবার সেই পুজোয় হাজির হয়েছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও (Sudip Banerjee)। এনিয়ে সাংসদকে নিশানা করেছিলেন বিধায়ক তাপস রায়। এরপরই বুধবার বর্ষীয়ান বিধায়কের বাড়িতে হাজির হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজনৈতিক মহলের প্রশ্ন, ড্যামেজ কন্ট্রোলে নামলেন তিনি? যদিও তৃণমূলের (TMC) মুখপাত্রের সাফ জবাব, রাজনীতি নয়, বিজয়া করার জন্যই তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন।

বিজেপির উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি পদে বসেছেন তৃণমূলত্যাগী তমোঘ্ন ঘোষ। কল্যাণ চৌবের পদে এসেছেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে এই রদবদলের আগে দুর্গাপুজোর অষ্টমীর দিন তমোঘ্ন ঘোষের বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন সুদীপ ও কল্যাণ। সেখানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। এনিয়ে সরব হয়েছেন তাপস রায় (Tapas Ray)। তাঁর অভিযোগ, সম্প্রতি আমাদের দলের বিরুদ্ধে অনেকরকম ষড়যন্ত্র চলছে। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানারকম কুৎসা করছেন শুভেন্দু অধিকারী। এর মাঝেও কেউ যদি সৌজন্যর রাজনীতি করতে চায় তাহলে কিছু বলার নেই।” আবার তমোঘ্ন ঘোষ-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে তাপসবাবু বলেছিলেন, “তমোঘ্নকে নিয়ে গিয়ে দিদির সামনে ছাত্র পরিষদের সভাপতি করার কথা বলেছিলেন সুদীপ।” সবমিলিয়ে সুদীপ-তাপসের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছিল।

[আরও পড়ুন: ট্রেন থেকে ১২ লক্ষ টাকার সোনার গয়না লুট কাঁকিনাড়ায়, সর্বস্ব খুইয়ে আত্মহত্যার চেষ্টা প্রৌঢ়ের]

এমন পরিস্থিতিতে এদিন সকালে তাপস রায়ের বাড়িতে হাজির হন কুণাল ঘোষ। দু’ জনের মধ্যে কিছুক্ষণ একান্তে কথা হয়। যদিও কুণাল ঘোষের দাবি, “এর মধ্যে কোনও রাজনীতি নেই। প্রতি বছর বউদিকে বিজয়া জানাতে আসি। এবারও তাই এসেছিলাম।” তবে তাপস রায়ের ক্ষোভে প্রলেপ পড়েনি বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিনও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সামনে তৃণমূল বিধায়ক ফের একবার ক্ষোভের কথা উগরে দেন। দল সবকিছুর দিকে নজর রাখছে বলেও মনে করিয়ে দেন তিনি। বর্যীয়ান বিধায়ক এবিষয়ে সাংসদের সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে তাপস রায়ের সপাট জবাব, না কথা বলিনি। প্রয়োজন মনে করিনি কথা বলার।

এদিকে তমোঘ্ন ঘোষের বাড়ি যাওয়া নিয়ে ঘনিষ্ঠ মহলে সুদীপ জানিয়েছেন, ছোট থেকে তমোঘ্নকে চেনেন। ওঁর বাবা তপন ঘোষ তাঁর বন্ধু। প্রতি বছরই পুজোয় ওঁদের বাড়ি যান। তাই এবারও গিয়েছিলেন। সবমিলিয়ে পুজোয় নিমন্ত্রণ রক্ষা ঘিরে তুমুল চাঞ্চল্য রাজনৈতিক মহলে।

[আরও পড়ুন: দুবাইয়ে শুরু হবে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা! সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিলোমিটার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে