Advertisement
Advertisement

Breaking News

গুলি করে খুন কলেজ ছাত্রীকে, ধৃত প্রেমিক ও প্রাক্তন স্বামী

পুলিশের অনুমান, সম্পর্কের জটিলতা প্রাণ নিয়েছে একুশ বছরের মেয়েটির৷

Law student shot dead at kalyani expressway
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 12:02 pm
  • Updated:December 9, 2016 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের অ্যাসিস্ট্যাণ্ট সাব-ইন্সপেক্টরের মেয়েটি বড় হয়ে আইনজীবী হতে চেয়েছিলেন৷ পড়তেন কল্যানীর আইন কলেজে৷ তাঁরই গুলিবিদ্ধ মুখ থুবড়ে পড়ে থাকা দেহ উদ্ধার হল কলেজের তিন কিলোমিটার দূরে৷ বৃহস্পতিবার রাতে এক বাইকআরোহী তাঁকে গুলি করে খুন করেছে বলে জানতে পেরেছে পুলিশ৷ মৌমিতা বিশ্বাস নামে ওই ছাত্রীর হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে দু’জন৷ একজন তাঁর প্রেমিক বাসুদেব বিশ্বাস৷ দ্বিতীয়জন নিখিল সেন, যাঁকে ভালবেসে বিয়ে করেছিলেন মৌমিতা মাত্র সাত মাস আগে এবং সেই সম্পর্ক ভেঙেও যায়৷ বাসুদেবের বাড়ি কল্যাণীর মাঝেরচরে৷ নিখিল টিটাগড়ের বাসিন্দা৷ মৌমিতার বাড়ি বারাকপুরে৷ তাঁর বাবা বিমান বিশ্বাস খড়দহ থানার এএসআই৷ পুলিশের অনুমান, সম্পর্কের জটিলতা প্রাণ নিয়েছে একুশ বছরের মেয়েটির৷ খবর পেয়েই কল্যাণী পৌঁছে গিয়েছেন বিমানবাবু৷ তাঁর ধারণা, পরিকল্পিতভাবে পরিচিত কেউ এই খুন করেছে৷ গতকাল সন্ধ্যা ছ’টা নাগাদ শেষ ফোনে কথা হয়েছিল মেয়ের সঙ্গে৷ বলেছিল বাড়ি ফিরছে৷ তার পর থেকে মোবাইল ফোন বন্ধ ছিল৷ ফলে উদ্বিগ্ন ছিলেন বাড়ির লোকজন৷ রাতে মর্মান্তিক খবরটি পান তিনি৷

মৌমিতার স্বপ্ন ছিল আইনের পথে মানুষকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার৷ ভর্তি হয়েছিলেন কল্যাণীর স্নেহাংশুকান্তু আচার্য ল কলেজে৷ যার ক্যাম্পাস কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যেই৷ সেখানে প্রতিদিন বারাকপুরের বাড়ি থেকে যাতায়াত করতেন তিনি৷ বিকেলে ক্লাস শেষ হওয়ার পর ফিরে আসার কথা ছিল তাঁর৷ বাড়ি ফিরলেন শুক্রবার, তবে নিথর রক্তাক্ত দেহ হয়ে৷ বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ল কলেজের তিন থেকে চার কিলোমিটার দূরে একটি বিএড কলেজের সামনে খুন হন তিনি৷ সেখানে গুলির শব্দ পেয়ে নিরাপত্তারক্ষীরা খবর দেন কর্তৃপক্ষকে৷ খবর যায় থানায়৷ পুলিশ এসে দেখে, মুখ থুবড়ে পড়ে আছেন মৌমিতা৷ গুলি ফুঁড়ে দিয়েছে মাথা৷ রক্তে ভেসে গিয়েছে দেহ৷ ভিজেছে পোশাক৷ তাঁর মোবাইল ফোন উদ্ধার হয়েছে৷ খতিয়ে দেখা হচ্ছে কললিস্ট৷ আপাতত সেই কল লিস্ট এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে জানাচ্ছে পুলিশ৷ এবং তাঁর বন্ধুর সংখ্যা যে কম ছিল না তা-ও বলছেন তদন্তকারীরা৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ