৬ চৈত্র  ১৪২৯  মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

বিচারপতি অভিজিৎ দেখাতে চান তিনিই মানুষের পক্ষে! নাম না করে নালিশ অরুণাভ ঘোষের

Published by: Paramita Paul |    Posted: August 29, 2022 4:00 pm|    Updated: August 29, 2022 4:42 pm

Lawyer Arunava Ghosh moves CJI against Calcutta HC judge Abhijit Ganguly

রাহুল রায়: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Ganguly) নাম না করে নজিরবিহীন আক্রমণ আইনজীবীদের একাংশের। প্রধান বিচারপতির এজলাসে নালিশ হাই কোর্টের বারের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ-সহ একাধিক আইনজীবীর। তাঁর দাবি, “কয়েকটি মামলায় রায় দিয়ে একজন বিচারপতি দেখাচ্ছেন একমাত্র উনিই মানুষের পক্ষে, বাকি বিচারপতিরা মানুষের বিপক্ষে।” বিচারপতির বিচার্য বিষয় বদলেরও দাবি জানিয়েছেন আইনজীবীরা। বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। পালটা নালিশ করা ওই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারি দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে অভিযোগ জানিয়েছেন আইনজীবীরা। তাঁরা নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের আবেদন জানিয়েছেন। পাশাপাশি, তাঁদের দাবি, কোর্ট রুমের প্রসিডিং ভিডিওগ্রাফি করছে সংবাদমাধ্যম। বিচার্য মামলার তালিকা মেনে বিচারের কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট বিচারপতির বেঞ্চে সংবাদমাধ্যমের প্রবেশ নিয়ন্ত্রণ করারও আবেদনও জানিয়েছেন আইনজীবীরা। তাঁদের আবেদন ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন,”আদালতের গরিমা রক্ষার দায় আইনজীবী এবং বিচারপতি, উভয়েরই। আপনি বললেন, দেখব বিষয়টি।”

[আরও পড়ুন: তেরঙ্গা বিতর্কে জয় শাহ: ‘কুলাঙ্গার ছেলেকে ত্যাজ্যপুত্র করুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিষেক]

হাই কোর্টে প্রধান বিচারপতির কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করায় এজলাসে বসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালত অবমাননার মামলার হুঁশিয়ারি দিয়েছেন। তবে তাঁর আগে নালিশকারীদের বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছেন বিচারপতি। এবার তার পালটা বিজেপি ও সিপিএমপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে যাচ্ছেন।

সম্প্রতি একাধিক মামলার শুনানি চলাকালীন ভরা এজলাসে নজিরবিহীন বাদানুবাদে জড়িয়ে পড়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং আইনজীবী অরুণাভ ঘোষ। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) মেয়ে সুকন্যাকে টেট এবং তাঁর চাকরির সমস্ত নথিপত্র পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেইমতো সুকন্যা এজলাসে প্রবেশ করতেই চাপা উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। এরপর তা আইনজীবী বনাম বিচারপতির বাকযুদ্ধে পরিণত হয়। এরপর আইনজীবীর বিরুদ্ধে হাই কোর্ট চত্বরে ব্যানারও পড়েছিল। এবার নাম না করে বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল। 

[আরও পড়ুন: তেরঙ্গা বিতর্কে জয় শাহ: ‘কুলাঙ্গার ছেলেকে ত্যাজ্যপুত্র করুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিষেক]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে