Advertisement
Advertisement
DumDum

দমদমের পানশালায় ম্যানেজারকে গুলি কাণ্ডে গুড়াপ থেকে ধৃত মূল অভিযুক্ত বিট্টু

এর আগে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল।

Main accused Bittu arrested in Dumdum bar shooting case

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:June 15, 2025 5:35 pm
  • Updated:June 15, 2025 5:38 pm  

বিধান নস্কর, বিধাননগর: মদ্যপান করা নিয়ে বচসা! পানশালার ম্যানেজার পিন্টু রুদ্রকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে দমদম মাঠপুকুর এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশ ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারে জোর তল্লাশি চালায়। শনিবার রাতেই গ্রেপ্তার হল ঘটনার মূল অভিযুক্ত বিট্টু দাস। হুগলির গুড়াপ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এর আগে আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার রাতে ওই পানশালায় মদ্যপানের জন্য গিয়েছিলেন বিট্টু দাস ও তাঁর দুই সঙ্গী গোপাল বিশ্বাস ও সুজিত দে। সেসময় ম্যানেজার পিন্টু রুদ্রের সঙ্গে তাঁদের বচসা হয়েছিল বলে অভিযোগ। সেসময় পানশালা থেকে দুষ্কৃতীরা বেরিয়ে গিয়েছিল। পরে গভীর রাতে পানশালার ওই ম্যানেজার বাড়ি ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পিন্টু রুদ্রের পেটের বাম দিকে গুলি লাগে। তাঁকে উদ্ধার করে প্রথমে কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে নিয়ে গিয়ে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। এদিনও তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

ঘটনার তদন্তে নেমে দমদম থানার পুলিশ শনিবার গোপাল বিশ্বাস ও সুজিত দে-কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দীর্ঘ জেরা চলে তাদের। পরে গ্রেপ্তার করা হয় ওই দু’জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করতে খোঁজ মেলে মূল অভিযুক্ত বিট্টু দাসের। শনিবার রাতেই হুগলির গুড়াপ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আগামী কাল ধৃতকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে দমদমে। আজ, রবিবার বাকি দুই অভিযুক্তকে বারাকপুর আদালতে তোলা হয়। ধৃতদের ছয়দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement