সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুটির দিন বিকেলের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিকেল ৪.৩০ মিনিট নাগাদ আগুন লাগে রাজাবাজার সায়েন্স কলেজের সামনের বস্তিতে। রাজা দীনেন্দ্র স্ট্রিট সংলগ্ন ওই এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ১২টি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ।
[এরা পুলিশ না ডাকাত? মাদুরদহের ফ্ল্যাটে তল্লাশিতে ক্ষুব্ধ ভারতী]
ওই এলাকা অত্যাধিক ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বস্তি-সংলগ্ন অন্যান্য বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দমকলকর্মীরা প্রবল তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। তবে এদিনের আগুনে বহু মানুষের মাথার উপর থেকে ছাদ সরে গেল বলে আক্ষেপ স্থানীয় মানুষের। শীতের রাতে গৃহহীন মানুষগুলি কোথায় রাত কাটাবেন, ভেবেই কূল পাচ্ছেন না।
স্থানীয় সূত্রে খবর, আগুনের ফুলকি দেখতে পেয়ে স্থানীয়রাই প্রথমে দমকলে খবর দেন। যদিও আগুন এখনও নেভেনি। ঘিঞ্জি এলাকা বলে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে দমকল। রাজা দীনেন্দ্র স্ট্রিট সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে বহু অস্থায়ী ঘর পুড়ে গিয়েছে এদিন। একের পর এক বাড়ির ছাদ পুড়ে ভেঙে পড়ছে। এখনও ঝুপড়ির একটা অংশ থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। এই আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে বড় ক্ষয়ক্ষতির সম্ভবনা থাকছে। দমকলকর্মীরা জানাচ্ছেন, চারদিক থেকে আগুনকে ‘অ্যারেস্ট’ করা গিয়েছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার তেমন সম্ভাবনা নেই।
[‘ভুল করেছি’, গোটা দেশের কাছে ক্ষমা চাইলেন জামিনে মুক্ত তাপস পাল]
ছবি- অরিজিৎ সাহা