Advertisement
Advertisement

Breaking News

উন্নয়নের স্বার্থে মন্ত্রীদের অভিনব ‘আইডিয়া’ চান মমতা

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল৷ দখলে এসেছে ২১১ আসন৷ মন্ত্রী হয়েছেন ৪২ জন৷ কিন্তু তাতে বাড়তি আত্মতুষ্টি যেন দানা না বাঁধে তার জন্য প্রথমেই তাঁর মন্ত্রীদের হোমওয়ার্ক ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী৷ কোথাও ফাঁকি দেওয়ার তো জায়গাই নেই৷ জানিয়ে দিয়েছেন, বাজেট অধিবেশন শেষ হলেই প্রত্যেক মন্ত্রীকে জমা দিতে হবে উন্নয়ন প্রকল্পের একাধিক অভিনব ‘আইডিয়া’৷ শুধু চমকদার নয়, আগামী ৫ বছর যে পরিকল্পনার উপর দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নে দৃঢ়ভাবে প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণ হবে, মাথা খাটিয়ে বাতলাতে হবে এমন সব বুদ্ধি৷

Mamata asks her ministry to provide unique idea for development

ফাইল ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2016 11:36 am
  • Updated:June 23, 2022 7:54 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল৷ দখলে এসেছে ২১১ আসন৷ মন্ত্রী হয়েছেন ৪২ জন৷ কিন্তু তাতে বাড়তি আত্মতুষ্টি যেন দানা না বাঁধে তার জন্য প্রথমেই তাঁর মন্ত্রীদের হোমওয়ার্ক ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী৷ কোথাও ফাঁকি দেওয়ার তো জায়গাই নেই৷ জানিয়ে দিয়েছেন, বাজেট অধিবেশন শেষ হলেই প্রত্যেক মন্ত্রীকে জমা দিতে হবে উন্নয়ন প্রকল্পের একাধিক অভিনব ‘আইডিয়া’৷ শুধু চমকদার নয়, আগামী ৫ বছর যে পরিকল্পনার উপর দাঁড়িয়ে রাজ্যের উন্নয়নে দৃঢ়ভাবে প্রশাসনিক কাজ নিয়ন্ত্রণ হবে, মাথা খাটিয়ে বাতলাতে হবে এমন সব বুদ্ধি৷
পাঁচ বছরে কন্যাশ্রী, যুবশ্রী, সবুজসাথী, খাদ্যসাথীর মতো একাধিক প্রকল্প নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জঙ্গলমহল বা উত্তরবঙ্গের উন্নয়নের জন্যও নানা প্রকল্প নিয়েছেন তিনি৷ তার সুফল রাজ্যবাসী পেয়েছে৷ ভোটে তার প্রভাবও পড়েছে৷ কিন্তু এবার শুধু তিনি একা নন, মমতা চান তাঁর প্রত্যেক মন্ত্রীই নিজেদের মতো করে বুদ্ধি বাতলান নানা প্রকল্পের৷ জমা পড়ুক নানা অভিনব আইডিয়া৷ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বিধায়ককে মন্ত্রিসভায় এনেছেন মমতা৷ তিনি চান, বাংলার উন্নয়নে এবার প্রত্যেকের মস্তিষ্ক চলুক সমান তালে৷ তাঁর এই নির্দেশের জেরে ইতিমধ্যে মাথার ঘাম পায়ে পড়তে শুরু করেছে মন্ত্রীদের৷ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য জানাচ্ছেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ মানে সেটাই শেষ কথা৷ ফলে তাঁর মতো করে না পারলেও, আইডিয়া তো দিতেই হবে৷” সঙ্গে এও বলা হয়েছে, সেই ‘আইডিয়া’ কীভাবে কতটা কাজে লাগানো যায়, তার ভিত্তিই বা কতটা, আপাদমস্তক খতিয়ে দেখে তা জানাতে হবে৷ সেই অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার৷
কী ধরনের আইডিয়া? তা নিয়ে একেবারে মুখে কুলুপ প্রত্যেকের৷ বলছেন, সব জমা পড়বে বাজেট পাসের পর, মুখ্যমন্ত্রীর টেবিলে৷ এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর কথায়, “ভোট হয়েছে একেবারে মুখ্যমন্ত্রীকে দেখে৷ তাঁর কাজ দেখে৷ তাঁর মন্ত্রিসভার সদস্যদের কাজ দেখে৷ রাজ্যবাসী যেভাবে দু’হাত ভরে দিয়েছেন, এবার আমাদের প্রতিদান দেওয়ার পালা৷ মুখ্যমন্ত্রী সেটাই মনে করিয়ে দিয়েছেন৷”
সংখ্যাগরিষ্ঠতা মেলায় ইতিমধ্যে প্রশাসনিক কাজের ক্ষেত্রে অনেকটাই বাড়তি সুবিধা পেয়েছে তৃণমূল সরকার৷ তার সঙ্গে এসেছে বাড়তি দায়িত্বও৷ রাজ্যবাসী ভোটে যেভাবে মমতার আবেদনে সাড়া দিয়েছেন, তিনিও চাইছেন রাজ্যবাসীকে তার সুফল আরও বেশি পরিমাণে দিতে৷ প্রশাসন সূত্রে খবর, মন্ত্রীদের অনেকেই ইতিমধ্যে কষে বুদ্ধি আঁটা শুরু করে দিয়েছেন৷ দফতরের কর্তারা তাঁদের মন্ত্রীদের থেকে পাওয়া সেই বুদ্ধি অনুযায়ী কাজও শুরু করে দিয়েছেন৷ উন্নয়ন দফতরের এক কর্তার কথায়, “ব্লু-প্রিণ্টের ড্রাফ্ট তৈরি হচ্ছে৷ বাজেটটুকু পেশ হয়ে অর্থ সঙ্কুলান পর্যন্ত অপেক্ষা৷ তার পরই শুরু হবে কাজ৷”

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ