Advertisement
Advertisement
Mamata Banerjee

আহত মমতার সঙ্গেই হাসপাতালে অভিষেক, মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সুকান্ত-অধীররা

এসএসকেএমে ভর্তি মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee admitted in SSKM
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 14, 2024 8:57 pm
  • Updated:March 14, 2024 9:22 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মাথায় গুরুতর চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দলনেত্রীকে নিয়ে আসেন হাসপাতালে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন পরিবারের সদস্য স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ফিরহাদ হাকিম-সহ একাধিক নেতা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুস্থতা কামনা করে টুইট করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

 

Advertisement

Advertisement

বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী একডালিয়ায় গিয়েছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে।সেখানে প্রাক্তন মেয়র তথা প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়ের (Subrata Mukherjee) একটি মূর্তি উন্মোচন ও রাস্তার নামকরণ অনুষ্ঠান ছিল। সেখানে বেশ আবেগপ্রবণ হতে দেখা যায় তাঁকে। একদা সহযোদ্ধা সুব্রত মুখোপাধ্য়ায়কে নিয়ে স্মৃতিচারণ করছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পরই ঘটে দুর্ঘটনা। মাথায় চোট পান মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ‘বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা’, বিস্ফোরক দাবি ‘গেরুয়া’ অর্জুনের]

তড়িঘড়ি তাঁকে নিজের গাড়িতে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় মুখ্যমন্ত্রীর কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল রক্ত। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুঃখপ্রকাশ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, “ওনার দ্রুত আরোগ্য কামনা করি। উনি দ্রুত রাজনৈতিক ময়দানে ফিরুন, এই কামনা করি।” টুইটে প্রদেশ কংগ্রেস সভাপতি লিখেছেন, “বাংলার মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করি।” তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর যে ছবি পোস্ট করেছেন তা রিটুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বিরোধীরাও। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ