সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানাপোড়েনের অবসান হয়েছে। লকডাউনের সময় বিভিন্ন রাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন বেশিরভাগ পরিযায়ী শ্রমিক। কিন্তু, অন্য রাজ্য থেকে শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য বাংলায় ট্রেন পাঠানো হলেও এই রাজ্য থেকে কেউ ফিরতে চাননি। আজ সাংবাদিক বৈঠকে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নাম না করে রাজ্যের বিজেপি (BJP) নেতৃত্বকে ফের কটাক্ষ করলেন তিনি। দু-তিন মাস ধরে ঘরে বসে থাকার পর কোনও কোনও রাজনৈতিক নেতা অযথা মন্তব্য করছেন বলেও ব্যঙ্গ করেন তিনি।
সোমবার বিকেলে নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠক করার সময় প্রত্যাশ মতোই লকডাউনের সময় সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হল বলে জানান মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে বলেন, ‘লকডাউনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হল। কিছু কিছু ক্ষেত্রে লকডাউনের নিয়ম শিথিল করা হলেও রাজ্যজুড়ে এটা চালু থাকবে। এখনও অবাধ চলাচল করা যাবে না।’
[আরও পড়ুন: সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনের মেয়াদ বাড়ালেন মমতা, জেনে নিন কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড় ]
তিনি আরও বলেন, ‘এখন থেকে যে কোনও ধর্মীয়স্থানে ১০ জনের বদলে ২৫ জন একসঙ্গে ঢুকতে পারবেন। তবে এই সময়টা খুব সাবধানে থাকতে হবে। এখন যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে এছাড়া অন্য কোনও রাস্তা নেই। আর এখনও যানবাহনের অভাব থাকায় কলকাতার অনেক জায়গায় সাইকেলে করে অনেককে ঘুরতে দেখা যাচ্ছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন সাইকেলকে অ্যালাউ করা হবে। এর জন্য কলকাতা পুলিশকে বিকল্প লেনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এই বিষয়টি ওরা দেখছে।’