BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

রাজ্য সরকারের কাজ করে কেন্দ্রের হারে DA চাইলে হবে না, ফের আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর

Published by: Subhajit Mandal |    Posted: March 14, 2023 5:11 pm|    Updated: March 14, 2023 5:24 pm

Mamata Banerjee asserts govt employees won't be paid more as DA | Sangbad Pratidin

গৌতম ব্রহ্ম: সরকারি কর্মীদের DA‘র দাবি নিয়ে আরও একবার অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ কথা, রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রের হারে ডিএ চাইলে হবে না। মমতার স্পষ্ট বার্তা, “রাজ্য সরকারের নিজস্ব আর্থিক কাঠামো আছে। তেমনি কেন্দ্র সরকারের আলাদা কাঠামো আছে।” মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, কেন্দ্রের হারে ডিএ চাওয়াটা রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য অধিকার নয়।

মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”আমি কারও অধিকার কাড়ার পক্ষে নই। আমি অধিকার দেওয়ার পক্ষে। যেটা ন্যায্য অধিকার সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের আর্থিক কাঠামো আলাদা। কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank) আছে, আমাদের নেই। আমাদের টাকা ছাপার অধিকার নেই। আগে আমরা অনেকরকম কর তুলতে পারতাম। এখন একটাই কর জিএসটি। সব টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। আমাদের এতে লোকসান হচ্ছে।”

[আরও পড়ুন: এলাহাবাদ হাই কোর্ট চত্বর থেকে সরাতে হবে মসজিদ, নির্দেশ সুপ্রিম কোর্টের]

মুখ্যমন্ত্রীর দাবি বাম আমলের (Left Front) থেকে তাঁর আমলে রাজ্য সরকারি কর্মীদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। মমতার বক্তব্য, কেন্দ্রের হারে ডিএ তো দূরের কথা, সিপিএম (CPIM) আমলে সময়মতো মাইনে বা পেনশনটুকুও পেতেন না সরকারি কর্মীরা। তিনি বলেন, “এত ধার করে রেখে যাওয়া সত্ত্বেও আমরা এক তারিখে মাইনে দিই। পেনশনটাও দিই। আপনারা যদি বলেন কাজ করবেন রাজ্য সরকারের আর ডিএ চাইবেন কেন্দ্রের হারে। সেটা তো হয় না। হ্যাঁ আমার যদি সামর্থ্য থাকত, তাহলে অবশ্যই যতটা সম্ভব দিয়ে দিতাম।”

[আরও পড়ুন: নাতু নাতু গানে নাচ গাভাসকরের, রিল জাদেজা-অশ্বিনের, অস্কার জয় উদযাপনে ব্যস্ত ক্রিকেটাররা]

মুখ্যমন্ত্রীর দাবি, সরকার সামর্থ্য মতো সরকারি কর্মীদের খেয়াল রেখেছে। রাজ্য সরকার রাজ্যের পে কমিশনের সব সুপারিশ মেনে নিয়েছে। পে কমিশনের সব সুপারিশ মেনে নেওয়া হয়েছে। সিপিএমের আমলে ৩৩ শতাংশ দেওয়া হত DA, আমরা তো ১২৫ শতাংশ দিয়ে দিয়েছি। সরকারি কর্মীদের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “যে সরকার এত মানবিক, তার পাশে দাঁড়াবেন না?”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে