Advertisement
Advertisement

Breaking News

‘সুদিনের লক্ষ্যে দেশে পরিবর্তন দরকার’, মাড়োয়ারি সমাজের অনুষ্ঠানে বার্তা মমতার

নাম না করে তোপ দাগলেন মোদি, অমিত শাহের বিরুদ্ধে৷

Mamata Banerjee attacks Bharatiya Janata Party
Published by: Sayani Sen
  • Posted:March 19, 2019 6:18 pm
  • Updated:April 17, 2019 2:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ে জনসংযোগ বাড়াতে হোলিকেই হাতিয়ার করেছে তৃণমূল৷ তাই মঙ্গলবার নজরুল মঞ্চে মাড়োয়ারি ফেডারেশনের এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের অনুষ্ঠান থেকে ধর্মীয় ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ান তিনি৷ নাম না করে তোপ দাগলেন মোদি-অমিত শাহের বিরুদ্ধে৷ দেশের পরিস্থিতি বদলাতে পরিবর্তন প্রয়োজন বলেও জানালেন মুখ্যমন্ত্রী৷ 

[২ লক্ষ টাকার জালনোট-সহ মৌলালি থেকে গ্রেপ্তার এক]

হোলি উপলক্ষে মাড়োয়ারি ফেডারেশনের অনুষ্ঠান৷ সেই মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল ঠিকই৷ তবে সেই অনুষ্ঠান মঞ্চ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তিনি৷ মোদি-অমিত শাহরা ধর্মের রাজনীতি করছে বলেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘এখানে ঘরে-ঘরে লক্ষ্মীপুজো হয়৷ আমরা ছট পুজো, বুদ্ধপূর্ণিমায় কি ছুটি দিই না? দক্ষিণেশ্বর, তারকেশ্বর মন্দির সাজিয়েছি আমরা৷ দেখে আসুন৷ ওরা আমাকে ধর্ম কী তা শেখাবে?’’ রাজ্যের মানুষ যে কোনওভাবেই ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী নন, তা বারবারই নিজের কথার মাধ্যমে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

[প্রার্থীর ছবি দিয়ে দেওয়াল লিখন, লড়াইয়ে এগিয়ে থাকতে কমরেডদের লাইন বদল]

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে৷ ভোটপ্রচার, দেওয়াল লিখন, মিছিল-মিটিংয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে রাজ্যে বইছে ভোটের হাওয়া৷ এরই মাঝে ইতিমধ্যেই শহরে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী৷ বারবারই বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে যে বাংলায় অশান্তির আবহ তৈরি হয়েছে৷ এই অভিযোগের পালটা দেশের অবস্থা ভয়াবহ বলেও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দেশে পরিবর্তনের ডাক দেন তিনি৷ মমতা বলেন, ‘‘দিল্লি থেকে এসে কেউ কেউ আমাদের রাজ্যের অপমান করছে৷ রাজ্য অশান্ত বলে দাবি করছে৷ তা ঠিক নয়৷ বাংলা সবসময় শান্তিপ্রিয়৷’’ জোর করে রাজনীতিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিগুলির সাহায্যে সকলের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে৷ হোলির আগাম শুভেচ্ছার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রক্তের হোলি খেলবেন না৷ রঙের হোলি খেলুন৷’’ রাজনীতিকদের দাবি, ভোটবাক্সের কথা ভেবেই বাঙালিদের পাশাপাশি হিন্দি বলয়ের ভোট টানতে চাইছে ঘাসফুল শিবির৷ তাই সেই স্বার্থ চরিতার্থ করতেই মাড়োয়ারি সংগঠনের অনুষ্ঠান মঞ্চকেই বেছে নেওয়া হয়েছে৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ