Advertisement
Advertisement

Breaking News

‘বাংলার মানুষ ব্যালটে জবাব দেবে’, বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

বাংলাকে অতি স্পর্শকাতর ঘোষণা নিয়ে বিজেপির দাবিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷

 Mamata Banerjee challenge BJP on poll
Published by: Tanujit Das
  • Posted:March 13, 2019 6:13 pm
  • Updated:March 13, 2019 6:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিজেপি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে৷ বাংলার মানুষকে অপমান করার চেষ্টা করছে৷ বাংলার মানুষ ব্যালটে জবাব দেবে’৷ নির্বাচন কমিশনে গিয়ে বাংলাকে অতি স্পর্শকাতর ঘোষণা করতে বলায়, বুধবার বিজেপিকে ঠিক এই ভাষাতেই বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্ন করলেন, ‘ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে ৯৯ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি৷ সেটা কীভাবে জিতল?’ অভিযোগ করলেন, এরাজ্যের নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বিজেপি৷ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে৷

[কলকাতায় ভেজাল দুধ তৈরির অভিযোগে ধৃত ২ ]

Advertisement

এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বাংলার সংবাদমাধ্যমের উপর নজরদারিরও দাবি জানান বিজেপির প্রতিনিধিরা৷ দাবি করেন, রাজ্য সরকারের চাপে স্বাধীন ভাবে কাজ করতে পারছে না বাংলার সংবাদমাধ্যম৷ ফলে নির্বাচনের সময় বাংলার সংবাদমাধ্যমের উপর নজরদারির জন্য অবজারভার নিয়োগ করা প্রয়োজন কমিশনের৷ গেরুয়া শিবিরের এই ধরনের অভিযোগেও ঘোরতর বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপিকে কার্যত একহাত নিয়ে তিনি বলেন, ‘মিডিয়ার উপরও নজরদারি চালাতে বলেছে বিজেপি৷ শেম শেম শেম! জাতীয় সংবাদমাধ্যমের উপর ওরা নজরদারি চালায়, তা বলে বাংলাতেও এমন করবে৷ বিজেপি বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে৷’ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিজেপি যে প্রশ্ন তুলেছে, এদিন কড়া ভাষায় তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী৷ জানালেন, পশ্চিমবঙ্গ দেশের সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্য৷ এখানে সমস্ত উৎসব শান্তিতে পালিত হয়৷ এখানে আইন-শৃঙ্খলার কোনও ইস্যু নেই৷ বিজেপিকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পালটা বলেন, ‘চোরের মায়ের বড় গলা৷ গোরক্ষার নামে কত লোক খুন হয়েছে?’

Advertisement

[তৃণমূল প্রার্থী হয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার নুসরত-মিমি]

বুধবারের সাংবাদিক সম্মেলনে আবারও কেন্দ্রের মোদি সরকারের বিদায়ের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়৷ জানান, এবার নয়াদিল্লির মসনদ থেকে মোদি-শাহকে ছুঁড়ে ফেলে দেবে দেশের মানুষ৷ দিল্লিতে তৈরি হবে জনগণের সরকার৷ বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসনই পাবে তৃণমূল৷ বুধবার কালীঘাটের বাড়িতে দলের সমস্ত প্রার্থীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ এবারের লোকসভার ৪২ জন প্রার্থীকে পরস্পরের সঙ্গে আলাপ করিয়ে দেন৷ সূত্রের খবর, বৈঠকে লোকসভার রণকৌশল ঠিক করে দেন মুখ্যমন্ত্রী৷ যেহেতু তৃণমূলের মূল শত্রু বিজেপি৷ তাই কোন কোন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে হবে, এদিন প্রার্থীদের তা বাতলে দেন মমতা৷ বিশেষ করে নতুন প্রার্থীদের দলীয় রীতি বুঝিয়ে দেন দলনেত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ