Advertisement
Advertisement

Breaking News

১২ দিনের ইউরোপ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক কাজে সমস্যা এড়াতে নয়া টিম মমতার

রাজ্যে বিনিয়োগ আনতে ইউরোপে মুখ্যমন্ত্রী৷

Mamata Banerjee to embark on Europe tour
Published by: Kumaresh Halder
  • Posted:September 13, 2018 12:34 pm
  • Updated:September 13, 2018 12:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোট ১২ দিনের এই সফরে রয়েছে জার্মানি ও ইটালি৷ তবে, তাঁর এই বিদেশ সফরের দিনগুলিতে প্রশাসনিক কাজে কোনও সমস্যা দেখা না দেয়, তার নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থাও করে গেলেন মুখ্যমন্ত্রী৷ বিদেশ সফর চলাকালীন রাজ্যের যে কোনও সমস্যা দেখতে একটি ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম’ তৈরি নির্দেশ দিয়েছেন৷

[কোন ইস্যুতে বাংলা দাপাবে বিজেপি? রাজ্য কমিটির বৈঠকে শুরু প্রস্তুতি]

নবান্ন সূত্রে খবর, ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমে’ রাখা হয়েছে রাজ্য মন্ত্রিসভার ১১ জন সদস্যকে৷ রাজ্যে যে কোনও বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ-সহ যে কোনও সমস্যার সমাধানে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করবেন মন্ত্রিগোষ্ঠীর এই সদস্যরা৷ বিষয়টি নিশ্চিত করতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নয়া এই টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ মুখ্যমন্ত্রীর অবর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রিসভার ১১ সদস্যের কাছে সরকারিভাবে নির্দেশিকাও নবান্নের তরফে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

[এক লাইনে মুখোমুখি দুই ট্রেন, গার্ডের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা]

Advertisement

নবান্ন সূত্রে খবর, রাজ্যে বিনিয়োগ আনতে আগামী সোমবার মুখ্যমন্ত্রী জার্মানি ও ইটালি সফরে যাচ্ছেন৷ দেশে ফিরবেন ২৮ সেপ্টেম্বর৷ মুখ্যমন্ত্রীর বিদেশ সফরকালে নব গঠিত ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমে’ গোটা রাজ্যের দায়িত্ব সামলাবে৷ নয়া এই টিমে মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, জাভেদ আহমেদ খান, সৌমেন মহাপাত্র, আশিস বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে দেবেন মুখ্যমন্ত্রী৷ ১২ দিনের মুখ্যমন্ত্রীর বিদেশ সফর শেষ হতেই ফের মুখ্যমন্ত্রীকে দায়িত্ব বুঝিয়ে দেবেন ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের সদস্যরা৷

[পাঁচ ঘণ্টায় কলকাতা থেকে কুনমিং, বুলেট ট্রেন চালাতে আগ্রহী চিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ