Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

সিবিআই আসার আগে হঠাৎই অভিষেকের বাড়িতে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বেরনোর পরপরই 'শান্তিনিকেতনে' সিবিআই।

Mamata Banerjee visits Abhishekh Banerjee's house ahead of Rujira Banerjee's CBI interrogation on Tuesday |SangbadPratidin

ছবি: পিণ্টু প্রধান

Published by: Sucheta Sengupta
  • Posted:February 23, 2021 11:47 am
  • Updated:February 23, 2021 12:38 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়:  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরাকে সিবিআই জিজ্ঞাসাবাদের আগেই ‘শান্তিনিকেতনে’ পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, বেলা ১১ টার কিছু পরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান ১৮৮এ, হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মমতা। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যান। আর মুখ্যমন্ত্রী বেরনোর ঠিক ৩ মিনিটের মাথায় সেখানে পৌঁছন সিবিআই আধিকারিকরা। ঘড়িতে তখন ঠিক ১১ টা ৩৬।  রুজিরাকে কয়লা কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। 

রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের কারণেই এমন গুরুত্বপূর্ণ সময়ে অভিষেকের বাড়ি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রায় ১০ মিনিট সেখানে ছিলেন তিনি। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকতে পারেন বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। অনেকের মতে, সিবিআই জিজ্ঞাসাবাদের ঠিক আগে অভিষেকের পরিবারের মনোবল বাড়িয়ে, তাঁদের মেয়েকে সঙ্গে নিয়ে ফিরে যান তৃণমূল সুপ্রিমো। 

Advertisement

Mamata Banerjee

Advertisement

[আরও পড়ুন: আজই জেরার মুখোমুখি অভিষেকের স্ত্রী রুজিরা, জিজ্ঞাসাবাদের জন্য SIT গঠন সিবিআইয়ের]

রবিবার দুপুর নাগাদ কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে নোটিস দেয় সিবিআই। সেসময় অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতনে’ কেউ ছিলেন না। সিবিআইয়ের তরফে জানানো হয়, দ্রুতই যেন রুজিরা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে। এরপর নোটিসের প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিষেক টুইটে কার্যত হুঁশিয়ারির সুরেই বলেন, এভাবে ভয় দেখানো যাবে না।  মমতা বন্দ্যোপাধ্যায় একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখেন। সোমবার সিবিআইয়ের নোটিসের জবাব দিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায় জানান, মঙ্গলবার তিনি সিবিআইয়ের মুখোমুখি হবেন। বেলা ১১ টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সময়ও দিয়েছিলেন। সেইমতো আজ সিবিআই ‘শান্তিনিকেতনে’ যাওয়ার আগেই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। মিনিট দশেক থাকার পর বেরিয়ে যান। 

[আরও পড়ুন: নির্বাচনের আগে ফের কল্পতরু রাজ্য, বিপুল হারে বাড়ল ভোকেশনাল শিক্ষকদের বেতন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ