Advertisement
Advertisement

অলচিকির পর এবার রাজবংশী ভাষায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতার বই

মুখ্যমন্ত্রীর কবিতার বই ‘উপলব্ধি’র অনুবাদ করা হবে৷

Mamata Banerjee’s poetry now in Rajbangshi language
Published by: Kumaresh Halder
  • Posted:October 31, 2018 1:03 pm
  • Updated:October 31, 2018 1:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজি, উর্দু ও অলচিকির পর এবার রাজবংশী ভাষায় প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর কবিতার বই৷ রাজবংশী ভাষা অ্যাকাডেমির তরফে মুখ্যমন্ত্রীর কবিতার বই ‘উপলব্ধি’র অনুবাদের কাজ চলছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে বইমেলার আগেই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর ‘উপলব্ধি’র অনুবাদ৷

[ঘরে ফেরার লড়াইয়ে জয়, ইরান থেকে শহরে পা ১১জন স্বর্ণশিল্পীর]

রাজবংশী উন্নয়ন পর্ষদের তরফে রাসমেলার ময়দানে সরকারি অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রীর হাতে রাজবংশী ভাষার অভিধান তুলে পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন৷ মুখ্যমন্ত্রী নিজে হাতে সেই অভিধানের প্রকাশ করেন৷ একই সঙ্গে স্থানীয় ভাষায় গুরুত্ব বাড়াতেও বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে রাজবংশী ভাষার সাহিত্যকর্ম নিয়েও উৎসাহ প্রকাশ করেন তিনি৷ অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে রাজবংশী ভাষায় প্রকাশিত একটি পত্রিকাও মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়৷ একই সঙ্গে রাজবংশী ভাষা অ্যাকাডেমির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কবিতার বই ‘উপলব্ধি’র অনুবাদ করা হবে বলে জানান বংশীবদন বর্মন৷

Advertisement

[আশঙ্কা নেই বৃষ্টির, মেঘমুক্ত আকাশেই কালীপুজো]

Advertisement

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে ও একজন লেখিকা হিসেবেও রাজ্যে ভীষণ জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়৷ একদিকে যেমন তিনি ছবি আঁকেন, ঠিক তেমনই তাঁর লেখা গল্প কিংবা কবিতার বই বেশ জনপ্রিয়৷ তারই ফলস্বরূপ প্রত্যেক বছরই বইমেলায় ‘বেস্টসেলারে’র তকমা পেয়ে আসছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর লেখা গান ও সুরও এবারের পুজোয় বেশ সারা ফেলে দিয়েছে৷ সম্প্রতি প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রীর লেখা গানের অ্যালবাম৷ ১৯৯৫ সাল থেকে তাঁর রাজনৈতিক সংগ্রাম লিপিবদ্ধ করে চলেছেন৷ ২০১৮ সালের জানুয়ারী মাস পর্যন্ত ৭৯টি বই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর লেখা প্রথম বই ‘উপলব্ধি’ ১৯৯৫ সালে প্রকাশিত হয়। গতবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আরও ৯টি বই প্রকাশিত হয়৷ তাঁর রাজনৈতিক সংগ্রামের কথা লেখার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা, ছড়াও বেশ কিছু নিবন্ধ লিখেছেন৷ তিনি শিশুদের জন্যও বই লিখেছেন। তার বই উর্দু ও ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। অলচিকি লিপিতে অনুবাদ করা হয়েছে তাঁর লেখা বেশ কিছু কবিতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ