সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পঞ্চাশ দিন পূর্তিতে মোদি সরকারকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নোট বাতিলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি তুলে এনেছেন পেটিএমের প্রসঙ্গও৷ তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে জোর করে পেটিএম ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে৷ সে অ্যাপের সুরক্ষাই প্রশ্নের মুখে বলেও দাবি তাঁর৷ এভাবেই দেশের সুরক্ষা বিকিয়ে দিচ্ছে মোদি সরকার বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷
দেশকে ক্যাশলেস অর্থনীতিতে স্বনির্ভর করতে ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সে নিয়েই কেন্দ্রকে এদিন একহাত নিলেন মমতা৷ পেটিএমকে চাইনিজ কোম্পানি হিসেব ব্যাখ্যা করে মমতা বলেন, এই অ্যাপের সুরক্ষাই প্রশ্নের মুখে৷ এ নিয়ে একাধিক রিপোর্টও এসেছে৷ তাঁর প্রশ্ন, যেখানে পুরোপুরি নিরাপত্তাই নেই সেই অ্যাপ ব্যবহার করতে মানুষকে কেন বাধ্য করা হচ্ছে? অভিযোগ করে তিনি বলেন, আসলে এইভাবেই দেশের মানুষের তথ্য চিনের কাছে পাচার করে দিচ্ছে মোদি সরকার৷ সেই সঙ্গে মোদি ও বিজেপির জাতীয়তাবাদকে খোঁচা দিয়ে তাঁর প্রশ্ন, দেশকে ভালবাসলে কেউ চিনের কাছে দেশের তথ্য পাচার করে? একদিকে চিনের বিরোধিতা, অন্যদিকে চিনা কোম্পানি ব্যবহারে বাধ্য করা- এর মাধ্যমেই কেন্দ্র সরকারের দ্বিমুখী নীতি প্রকাশ পাচ্ছে বলেও সাফ কথা মমতার৷
পাশাপাশি দেশের মণীষীদের নামে অ্যাপ চালুরও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ এতে মণীষীদের ছোট করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর৷ নোটবন্দি নিয়ে বিরোধিতার জেরে দলীয় সাংসদকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি৷ তবে কোনও কিছুই তাঁকে দমাতে পারবে না বলে জানান৷ এ ব্যাপারে আবারও রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা৷