Advertisement
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়ল বাইক, চালককে ধরতে গিয়ে আহত ৩

কৈখালিতে সিগন্যাল ভেঙে এয়ারপোর্টের দিকে এগিয়ে যায় ধৃত।

Man breaches Mamata Banerjee's security cordon, nabbed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 27, 2018 8:47 am
  • Updated:July 20, 2019 3:16 pm

স্টাফ রিপোর্টার, বিধাননগর: মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়া। তারপর একের পর এক ট্রাফিক সিগন্যাল ভেঙে দুরন্ত গতিতে মোটরবাইক নিয়ে এগিয়ে যাওয়া। বাধা দিতে গেলে তিন জায়গায় আহত হন একাধিক পুলিশকর্মী। শেষপর্যন্ত যশোর রোডের উপর ব্যারিকেড তৈরি করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম নাজিমুল আলম।

[মদ খেলে ফরওয়ার্ড ব্লক করা যাবে না, পার্টিকে প্রস্তাব যুব নেতাদের]

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  সোমবার অনভিপ্রেত ঘটনাটি ঘটে নিউটাউন এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন চিনার পার্ক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, সেই সময়ই নাজিমুলকে মোটরবাইক নিয়ে কনভয়ের মধ্যে ঢুকে পড়তে দেখা যায়। মুখ্যমন্ত্রীর কনভয়ে অনাহুত বাইক দেখতে পেয়েই কর্তব্যরত পুলিশকর্মীরা থামানোর চেষ্টা করেন। অভিযুক্ত যুবক মোটরবাইক না থামিয়ে আরও রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে যেতে থাকে। ধাওয়া করেন পুলিশকর্মীরা। খবর পৌঁছয় পুলিশের বড় কর্তাদের কাছেও। কৈখালিতে ট্রাফিক সিগন্যাল ভেঙে এয়ারপোর্টের দিকে এগিয়ে যায় অভিযুক্ত নাজিমুল। এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন ৪৫ নম্বর বাসস্ট্যান্ডের কাছেও পুলিশ বাধা দিলে থামেনি নাজিমুল। এয়ারপোর্টের সিগন্যাল ভেঙে যশোর রোড ধরে এগোতে থাকে। আড়াই নম্বরের কাছে সিভিক ভলান্টিয়াররা বাধা দিলে তাঁদের ধাক্কা মেরে এগিয়ে যায় নাজিমুল। অভিযুক্তের গতিবিধি সন্দেহ হওয়ায় শেষপর্যন্ত তিন নম্বর গেটের কাছে ব্যারিকেড তৈরি করে নাজিমুলকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

উল্লেখ্য, আচমকাই মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকে পড়া। তারপরে গ্রেপ্তারি এড়াতে ট্রাফিক সিগন্যাল ভেঙে পালানোর ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে। অভিযুক্তের কোনও অসৎ উদ্দেশ্য ছিল কি না,  তার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় প্রশাসনিক মহলে আলোড়ন পড়েছে।

Advertisement

[পুরুষ অবয়ব ঝেড়ে ফেলে মেঘ এখন আলিপুর আদালতের আইনজীবী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ