Advertisement
Advertisement

Breaking News

কুকুরের তাড়ায় ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের

মৃত গৌরব পুরকায়েত রসপুঞ্জের নামী কলেজের ছাত্র৷ পড়াশুনা চালাতে পার্ট টাইম কাজ করতেন বন্ধুর সঙ্গে৷

Man dies trying to run away from dog
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 11:05 am
  • Updated:September 15, 2016 11:18 am

স্টাফ রিপোর্টার: রাতের অন্ধকারে হঠাৎই বিশাল দু’টি অ্যালসেশিয়ান কুকুর নিয়ে তাদের মালিক চলে আসেন বহুতলের ছাদে৷ ছাদের উপর তখন বসানো হচ্ছিল বাতানুকূল যন্ত্রের আউটলেট কম্পেসার৷ কুকুর দু’টির ‘হিংস্র’ ডাক শুনে ভয় পেয়ে যান দুই মেকানিক৷ তাদের সরাতে অনুরোধ করেন৷ কিন্তু পেশায় শিক্ষক কুকুর দু’টির মালিক লেকচার দেওয়ার ভঙ্গিতে বলে ওঠেন,  “জানেন না, যে কুকুর ডাকে,  সেই কুকুর কামড়ায় না৷ আমার কুকুরদের ট্রেনিং আছে৷ কিছু করবে না ওরা৷”

কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই দুই মেকানিকের দিকে তেড়ে যায় ‘প্রশিক্ষিত’ অ্যালসেশিয়ান দু’টি৷ পেশায় মেকানিক ও কলেজ ছাত্র গৌরব পুরকায়েতের উপর ঝাঁপিয়ে পড়ে সাত বছর বয়সের বিশাল চেহারার অ্যালসেশিয়ান ‘কুট্টুস’৷ ততক্ষণে ভয়ে ছাদের এক কোনায় পৌঁছে গিয়েছেন গৌরব৷ কুকুরটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ায় আর টাল সামলাতে পারেননি তিনি৷ কুকুরের ধাক্কায় ছ তলার ছাদের আড়াই ফুটের পাঁচিল পেরিয়ে নিচে পড়ে যান গৌরব পুরকায়েত (১৯)৷ রক্তাক্ত  অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ অন্য মেকানিক তরুণ পুরকায়েত এখনও আতঙ্কে ভুগছেন৷

Advertisement

মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে দক্ষিণ শহরতলির ঠাকুরপুকুর থানা এলাকার মাজিপাড়া রোডের এক বহুতলে৷ দু’টি ফ্ল্যাটের বাসিন্দা তাপসকুমার ঘোষাল ও সুমিত ভট্টাচার্যকে পুলিশ অনিচ্ছাকৃত খুন ও জোর করে কাজ করানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ৷

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জ এলাকার বাসিন্দা তরুণ পুরকায়েত কাজ করেন ঠাকুরপুকুরের একটি বৈদ্যুতিন জিনিসপত্রের শো-রুমে৷ তাঁরই বন্ধু ও প্রতিবেশী গৌরব পুরকায়েত রসপুঞ্জের একটি নামী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র৷ সাধারণ পরিবারের গৌরব কলেজের পড়াশোনা করতে করতেই সংসারে অভিভাবকদের সাহায্য করতে পার্ট-টাইম কাজ করতেন ওই শো-রুমে৷ বন্ধু তরুণের সঙ্গে গৌরব যেতেন বিভিন্ন জায়গায় বাতানুকূল যন্ত্র লাগাতে৷ সম্প্রতি ঠাকুরপুকুরের মাজিপাড়া রোডের বহুতল দীপ্তিকণা অ্যাপার্টমেণ্টের বাসিন্দা ও কেন্দ্রীয় সরকারের সংস্থা আইসিএআর-এর মৎস্যবিভাগের বিজ্ঞানী তাপসকুমার ঘোষাল ওই শো-রুম থেকে একটি বাতানুকূল যন্ত্র কেনেন৷

মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ দুই বন্ধু মিলে যন্ত্রটি বসাতে যান তাঁর চারতলার ফ্ল্যাটে৷ যন্ত্রের আউটলেট কম্প্রেসার তাঁরা ছাদের উপর বসানোর সিদ্ধান্ত নেন৷ কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে যায়৷ ইনসুলেটর কেবল বসাতে গিয়ে দেখা যায়, তার দৈর্ঘ্যও কম৷ অতিরিক্ত কেবলের দাম দেওয়া নিয়েও দুই মেকানিকের সঙ্গে ওই বিজ্ঞানীর বচসা হয়৷ দু’জন বলেন, তাঁদের কাজ করতে সময় লাগবে৷ বৃষ্টির জন্য কাজে দেরিও হয়েছে৷ এ ছাড়া রাতে অন্ধকারের মধ্যে কাজ করা শক্ত৷ কিন্তু অভিযোগ, তাপস ঘোষাল তাঁদের উপর জোর খাটাতে থাকেন৷ কাজ শেষ না হলে তাঁদের তিনি বাড়ি থেকে বের হতে দেবেন না বলে জানান৷ অনেকটা বাধ্য হয়েই দুই মেকানিক কাজ করতে থাকেন৷ তখন ছাদে ছিলেন তাপসবাবুও৷

বাড়িটির ছ তলার একটি ফ্ল্যাটে দুই অ্যালসেশিয়ানকে নিয়ে একাই থাকেন সুমিত ভট্টাচার্য৷ স্ত্রী থাকেন শহরের বাইরে৷ তিনি নিউ আলিপুরের মাঝেরহাট এলাকার একটি স্কুলের শিক্ষক৷ রাত সাড়ে দশটা নাগাদ সুমিত তাঁর দুই কুকুর সাত বছরের পুরুষ কুকুর ‘কুট্টুস’ ও দুই বছরের মাদী কুকুর ‘মিঠি’কে নিয়ে ছাদে ঘোরাতে আসেন৷ এর পরই ঘটে এই ঘটনা৷ বন্ধু তরুণ ও বাড়ির লোকেরাই রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান৷ কাকা উত্তম পুরকায়েতের অভিযোগে পুলিশ তাপস ঘোষাল ও সুমিত ভট্টাচার্যকে গ্রেফতার করে৷

প্রতিবেশীরা জানিয়েছেন, সুমিতবাবুর ব্যবহার খারাপ নয়৷ কিন্তু তাঁদের প্রত্যেকরই আপত্তি ওই কুকুর দু’টিকে নিয়ে৷ দু’টির মধ্যে ‘কুট্টুস’ নামের কুকুরটি বেশি ‘হিংস্র’৷ সে আগেও বহুতলের চারজনকে কামড়েছে বলে অভিযোগ৷ প্রতিবেশীদের অভিযোগ সত্ত্বেও নিজের কুকুরদের বেঁধে রাখতেন না সুমিতবাবু৷ পুলিশকে কুকুরগুলির পুর লাইসেন্সও দেখাতে পারেননি তিনি৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ৷

man

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ