Advertisement
Advertisement

Breaking News

পরিচারিকাকে খুন করে থানায় আত্মসমর্পণ বৃদ্ধের

মৃতার দিদির দাবি, ২০১০ সালে নিহত রাধাকে কাশীর বিশ্বনাথ মন্দিরে বিয়ে করেছিল বৃদ্ধ৷

Man surrenders after killing his maid
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2016 10:00 am
  • Updated:October 3, 2016 10:00 am

স্টাফ রিপোর্টার: হাতুড়ি দিয়ে পিটিয়ে বাড়ির পরিচারিকাকে খুন করে থানায় এল বৃদ্ধ৷ ঠান্ডা গলায় জানাল, “আমি কিছুক্ষণ আগেই একজনকে খুন করেছি৷ আমায় গ্রেফতার করুন৷” রবিবার নিউ টাউন থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

রবিবার বিকেল পাঁচটা দশ নাগাদ আচমকাই থানায় ঢুকে পড়ে সুব্রত দালাল(৭৫)৷ ডিউটি অফিসারের সামনে দাঁড়িয়ে বলে, “আমি কিছুক্ষণ আগেই বাড়ির পরিচারিকাকে খুন করেছি৷” বৃদ্ধের মুখে এহেন স্বীকরোক্তি শুনে ততক্ষণে চক্ষু চড়কগাছ ডিউটি অফিসারের৷ নিজের বাড়ির ঠিকানা জানিয়ে বৃদ্ধ বলে, এখনই সেখানে গেলেই তাঁর কথার প্রমাণ মিলবে৷ সুব্রতবাবুকে জিপে বসিয়েই নিউ টাউনের ইউনিওয়ার্ল্ড সিটির উদ্দেশে রওনা দেয় পুলিশ৷

Advertisement

ছুটির রবিবারে গার্ডেন টাওয়ারের অভিজাত আবাসনে পুলিশ ঢুকতে দেখে শুরু হয় কানাঘুষো৷ পাড়ার লোকেরা ঘুণাক্ষরেও টের পাননি, ছাপোষা সুব্রতবাবু ঠান্ডা মাথায় পিটিয়ে মেরেছে তার পরিচারিকাকে৷ ফ্ল্যাটের ঘরে ঢুকে দেখা যায়, রক্তে ভেসে যাচ্ছে মেঝে৷ পাশেই পড়ে রয়েছে পরিচারিকা রাধা সরকারের(৪০) নিথর দেহ৷ মৃত মহিলার গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল৷ বুকে এবং হাতেও আঘাত ছিল৷ কাছেই পড়ে থাকা শাবল ও হাতুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷ তবে গলায় যে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তা এখনও পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ৷

Advertisement

ঠিক কী কারণে নিজের বাড়ির পুরনো পরিচারিকাকে ঠান্ডা মাথায় খুন করল বৃদ্ধ? জেরায় সুব্রতবাবু জানিয়েছে, রোজই পরিচারিকার সঙ্গে বচসা হত তাঁর৷ এ’দিন হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি৷ যদিও পুলিশের অনুমান, শুধুমাত্র মাথা গরম হয়ে যাওয়ার কারণে এত নৃশংস ভাবে খুন করা সম্ভব নয়৷ এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে৷ খুনের ঘটনায় সম্পর্কের টানাপোড়েনের সন্দেহ উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ আপাতত এই রহস্যের জট ছাড়াতে বৃদ্ধের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার কথাও ভেবেছে পুলিশ৷

প্রসঙ্গত, একটি নামী কোম্পানিতে চাকরি করত সুব্রত দালাল৷ অবসরের পর খুব বেশি বাড়ির বাইরে বেরোত না সে৷ বাড়ির সমস্ত কাজ এই রাধাই করতেন৷ পরিচারিকা রাধা সরকারের বাড়ি কাঁচরাপাড়ায়৷ পুলিশ খবর দেয় তাঁর বাড়িতে৷ পরিচারিকা রাধা সরকারের দিদি মঞ্জু সরকার পুলিশের কাছে রবিবার রাতে দাবি করেন, ২০১০ সালে কাশীর বিশ্বনাথ মন্দিরে গিয়ে রাধাকে বিয়ে করে সুব্রত৷ সে এর আগে অনেকগুলি বিয়ে করেছে বলেও পুলিশের কাছে অভিযোগ করেন মঞ্জুদেবী৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ