Advertisement
Advertisement
Manik Bhattacharya

সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার নির্দেশ খারিজ, হাই কোর্টের ডিভিশন বেঞ্চে স্বস্তি মানিকের

তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ।

Manik Bhattacharya relived with Calcutta HC verdict in teacher recruitment scam । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2023 3:40 pm
  • Updated:August 10, 2023 4:09 pm

গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্যের। তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ খারিজ করে দিল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

প্রাথমিক ও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আপাতত জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। একাধির মামলায় ধাপে ধাপে তাঁকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তিনি সেই জরিমানা জমা করেননি বলে অভিযোগ। তাই এবার সরাসরি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: সংসদের কার্যবিবরণী থেকে বাদ রাহুল গান্ধীর ভাষণের অংশ! প্রতিবাদে সরব কংগ্রেস]

ওই রায়কে চ্যালেঞ্জ করে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। বিচারপতিরা সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেন। সুতরাং আর নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিকের জরিমানা কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে না ইডি। তার ফলে স্বাভাবিকভাবেই স্বস্তিতে তৃণমূল বিধায়ক।

Advertisement

[আরও পড়ুন: মোট ৭৩০ দিন, মহিলা কর্মী ও একক বাবাদের সন্তান লালনের ছুটি বাড়াল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ