Advertisement
Advertisement
R G Kar

আচমকা আর জি কর মেডিক্যালে অগ্নিকাণ্ড, ছড়াল আতঙ্ক

এদিন দুপুরে আচমকা দাউ দাউ করে জ্বলে উঠল বায়োলজি বিভাগের হট এয়ার ওভেন।

Massive fire at R G Kar medical
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 5, 2024 2:08 pm
  • Updated:December 5, 2024 2:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা আর জি কর মেডিক্যালে অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলে উঠল মাইক্রোবায়োলজি বিভাগের হট এয়ার ওভেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই সিআইএসএফ ও হাসপাতালের নিরাপত্তারক্ষীরা আয়ত্তে আনে পরিস্থিতি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আচমকাই আর জি কর মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগে ধোঁয়া দেখতে পান সেখানকার কর্মীরা। এর পর দেখা যায়, হট এয়ার ওভেন দাউ দাউ করে জ্বলছে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় দমকলে। এদিকে প্রাথমিকভাবে আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায় বিভাগের কর্মী, পুলিশ, সিআইএসএফ-সহ অন্যান্যরা। তাঁদের কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই নিভে যায় আগুন। তা সত্ত্বেও ঘণ্টাখানেক আর জি কর মেডিক্যালে রাখা রয়েছে দমকলের ইঞ্জিন।

উল্লেখ্য, গত আগষ্ট থেকেই চর্চায় আর জি কর মেডিক্যাল। সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বাংলা। যার প্রতিবাদে রাতদখল চলাকালীন সেমিনার রুমে হামলার ঘটনা ঘটে। যার ফলে অশান্তি অন্য আকার নেয়। এখনও আদালতে ঝুলে আর জি কর মামলা। ধর্ষণ ও খুনে গ্রেপ্তার হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। এই পরিস্থিতিতে এই অগ্নিকাণ্ডের জেরে ফের চর্চায় আর জি কর।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement