Advertisement
Advertisement

Breaking News

তপসিয়ায় চামড়া কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

বারবার এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Massive fire broken out at topsia slums
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2018 6:11 am
  • Updated:January 27, 2018 6:16 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তপসিয়ার একটি চামড়া কারখানায় লাগল ভয়াবহ আগুন। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের আটটি ইঞ্জিন। লাগাতার কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকায় ব্যাপক আতঙ্ক। পুলিশ ও দমকল সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা ৪৫ নাগাদ ওই কারখানায় আগুন লাগে। আশেপাশে আরও অনেক চামড়া কারখানা এবং গুদাম থাকায় খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে এসে দমকলের ৮টি ইঞ্জিন ২ ঘন্টার প্রচেষ্টায় ভয়ঙ্কর আগুনকে নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই এলাকার বেশ কিছু চামড়ার কারখানা। আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি। তবে দমকল কর্মীদের অনুমান, রাতের দিকে শর্ট সার্কিটের জন্যই আগুন লাগতে পারে ওই কারখানায়। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, এই ঘটনায় কেউ আহত হননি।

[ভবানীপুরে দুঃসাহসিক ডাকাতির কিনারা, বিবাদী বাগে ধৃত ৪ দুষ্কৃতী]

Advertisement

তপসিয়ার ওই এলাকা এমনিতেই খুব ঘিঞ্জি। তার উপর এলাকায় রয়েছে প্রচুর চামড়ার কারখানা। অগ্নি-নির্বাপণের ব্যবস্থাও সেভাবে চোখে পড়ে না। ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুক্রবার রাতেও ঠিক এরকমই ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে দমকল এবং পুলিশ কর্তৃপক্ষ। অবশ্য এমন আগুন লাগার ঘটনা ওই এলাকায় নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার চামড়া কারখানা এলাকা এবং সংলগ্ন বস্তিতে আগুন লেগে ছাই হয়ে গেছে বেশ কিছু বাড়ি, গুদাম এবং কারখানা। বহুবার স্থানীয় থানা থেকে নোটিস দিয়ে ওই এলাকার মানুষদের সচেতন করার চেষ্টা করা হয়েছে, কিন্ত তাতেও যে কোনও ফল হয়নি সেটা বোঝা গেল শুক্রবার রাতে। এই ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও বারবার এরকম ঘটনা কেন ঘটছে ওই এলাকায়, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।  এখন ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে তপসিয়া থানার পুলিশ।

Advertisement

[শহরে ফের আক্রান্ত প্রোমোটার, প্রকাশ্য কুপিয়ে চম্পট দুষ্কৃতীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ